গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। সোমবার সকালে একটি র্যালী বের হয়। র্যালীটি ঢাকা টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ করে কালিয়াকৈর বাজারে এসে শেষ হয়। র্যালী শেষে এক আলোচবা সভা অনুষ্ঠিত হয়।
গাজীপুর -১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও কেন্দ্রীয় বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল এর নেতৃত্বে র্যালী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ, গাজীপুর জেলা যুবদলের সাবেক সদস্য সচিব এ্যাড. রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, সূত্রাপুর ইউনিয়ন বিএনপি'র সাবেক সভাপতি নুরুল আমীন, মধ্যপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কাজী মোশাররফ হোসেন রবিন, আটাবহ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আল মামুন, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ন সম্পাদক রাসেল হোসেন সহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।




Comments