বদলগাছীতে শীতের প্রথম ধাক্কা, তাপমাত্রা নেমেছে ১৪.৯ ডিগ্রিতে
নওগাঁর বদলগাছীতে মৌসুমের প্রথম ঠান্ডার আমেজ বইছে চারদিকে। মঙ্গলবার ভোর ৬ টায় বদলগাছীতে তাপমাত্রা নেমে আসে ১৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসে, যা চলতি মৌসুমে সর্বনিম্ন। ভোরের কুয়াশায় ঢাকা চারদিক যেন একেবারে শীতের আগমনী বার্তা দেখিয়েছে।
ভোর থেকে সূর্যের দেখা না মিললেও বেলা বাড়ার সাথে সাথে সূর্যের দেখা মিলে,কিন্তু সেই আলোয় তেমন উষ্ণতা নেই। গ্রামের পথঘাটে দেখা গেছে শীতের পোশাক জড়িয়ে মানুষজনের আনাগোনা। কেউ গায়ে চাদর, কেউবা সোয়েটার পরে ছুটছেন খেতের কাজে। শহরাঞ্চলে অফিসগামী মানুষও এখন চা দোকানে একটু গরম চায়ের কাপেই খুঁজছেন উষ্ণতার স্বাদ।
স্থানীয় কৃষক রনি হোসেন বলেন, এই ঠান্ডা আবহাওয়া রবি শস্যের জন্য উপকারী। তবে বেলা বাড়ার সাথে সাথে সূর্য না উঠলে শিশির আর ঠান্ডায় ক্ষেতে কাজ করাটা বেশ কষ্টসাধ্য হয়ে যায়।”
ভ্যান চালক আব্দুল মজিদ বলেন, “গত তিন চার দিন থেকেই হালকা শীত লাগছো,কিন্তু আজকা ভোর থেকে খুব ঠান্ডা, গাড়ী চালানো যাচ্ছে না, আবার শীতে যাত্রী নেই।”
নওগাঁর বদলগাছী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক মিজানুর রহমান জানান, গত কয়েক দিনের তুলনায় রাতের তাপমাত্রা হঠাৎ করেই কয়েক ডিগ্রি কমে গেছে। ১৬ ডিগ্রি ১৭ ডিগ্রির মধ্যে তাপমাত্রা ঘুরপাক খাচ্ছে।কিন্তু আজকে ভোর ৬ টায় ১৪.৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা এ মৌসুমের সর্বনিম্ম। আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে বলেও জানান তিনি।”
এদিকে হাটবাজারগুলোতে ইতোমধ্যেই দেখা গেছে শীতবস্ত্রের ভিড়। বিক্রেতাদের মুখে হাসি, ক্রেতাদের মুখে শীতের আলাদা আনন্দ।
শীতের এই প্রথম ধাক্কায় নওগাঁর প্রকৃতি পেয়েছে নতুন রূপ,কুয়াশা, শিশির আর ঠান্ডা হাওয়ার মিশ্রণে জেলাজুড়ে এখন এক মনোমুগ্ধকর শীতের আমেজ।




Comments