দেশে গত দুই-তিনদিনে রাতের তাপমাত্রা কমেছে। দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে তাপমাত্রা নেমেছে ১৪.৫ ডিগ্রিতে। রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভোররাতের দিকে কিছুটা শীতও অনুভূত হচ্ছে কয়েকদিন ধরে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী কিছুদিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রায় বড় উত্থান-পতনের সম্ভাবনা নেই। আবহাওয়াবিদরা বলছেন, দেশে পুরোদমে শীত শুরু হতে পারে আগামী ডিসেম্বর থেকে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, ‘দেশের প্রান্তিক পর্যায়ে ইতিমধ্যে কিছুটা শীত অনুভূত হচ্ছে, বিশেষ করে ভোররাতের দিকে। কিন্তু সারা দেশে পুরোদমে শীত শুরু হতে পারে ডিসেম্বর থেকে।
রাতের তাপমাত্রা কিছুটা কমলেও দেশে দিনের তাপমাত্রা এখনো ৩২-৩৩ ডিগ্রি পর্যন্তও উঠছে।’
আবুল কালাম মল্লিক জানান, আগামী কিছুদিন সারা দেশে তাপমাত্রা কখনো কিছুটা বাড়তে পারে, কখনো কিছুটা কমতে পারে। সব মিলিয়ে আগামী কিছুদিন তাপমাত্রায় বড় উত্থান-পতন বা পরিবর্তনের তেমন সম্ভাবনা নেই। ভোররাতের দিকে দেশের কোনো কোনো অঞ্চলে কুয়াশার দেখা মিলতে পারে।
বিশেষ করে সিলেট, চট্টগ্রাম, কুড়িগ্রাম পঞ্চগড়ের মতো এলাকায় কুয়াশা কিছুটা বেশি থাকতে পারে।




Comments