বিএনপি স্থায়ী কমিটির সদস্য এবং নারী ও শিশু অধিকার ফোরামের আহবায়ক বেগম সেলিমা রহমান বলেছেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশকে বাঁচাতে, ধানের শীষে ভোট দিন। বিগত দিনে আওয়ামী ফ্যাসীবাদী সরকার দেশের মানুষের উপর চালিয়েছিল গুম, হত্যা আর নির্যাতন। আওয়ামী দোসরা এদেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। দেশের অর্থনীতি আজ পঙ্গু হয়ে গেছে। দেশের মানুষের অধিকার হয়েছিল ক্ষুন্ন। মানুষ স্বাধীনভাবে তার মত প্রকাশ করতে পারেনি। মানুষের ভোটের অধিকার হারিয়েছিল।পতিত সরকারকে এদেশ থেকে বাইরে যেতে দেশের মানুষই সহযোগিতা করেছিল।’
শনিবার বিকেলে জেলার স্থানীয় নোমানী ময়দানে সমাজের নারী ও শিশুর অধিকার প্রতিষ্ঠা বিএনপির নির্বাচনী অগ্রঅধিকার শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, বাংলাদেশের প্রতিটি সময় নারী শক্তি বৃদ্ধি করতে বিএনপি কাজ করেছে। নারীর ক্ষমতা ও উন্নয়নে বিএনপি সব সময় নারীদের পাশে থেকে কাজ করছে। গ্রাম থেকে গ্রামান্তরে নারীদের উন্নয়নে বিএনপি'র প্রতিটা ইউনিট সজাগ থেকে কাজ করছে।
বেগম সেলিমা রহমান বলেন, ‘আগামী নির্বাচনে তারেক রহমান হাতকে শক্তিশালী করতে ধানের শীষে ভোট ভোট দিতে হবে এ বহবান জানান নারীদের প্রতি।’
এ সময় তিনি মাগুরা -১ আসনের সদ্য মনোনয়ন পাওয়া মনোয়ার হোসেন খান কে সবার সাথে পরিচয় করিয়ে দেন । নারী সমাজের প্রতি তিনি আহ্বান জানান, তারুণ্যের প্রথম ভোট ধানের শীষ দিয়ে বিএনপিকে শক্তিশালী করুন।




Comments