গাজীপুরে গ্রামীণ ব্যাংকে পেট্রলবোমা হামলা, আতঙ্কে কর্মীরা
গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের বারতোবা বাজারে গ্রামীণ ব্যাংকের মাওনা শাখায় গভীর রাতে পেট্রলবোমা হামলার ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাত ২টার দিকে এই ন্যক্কারজনক ঘটনা সংঘটিত হয়।
ব্যাংকের নিরাপত্তা প্রহরী জানান, রাত ২টার দিকে ৭-৮ জন ব্যক্তি ব্যাংকের প্রধান ফটক খোলার চেষ্টা করেন। হঠাৎ বিকট শব্দে তারা দৌড়ে পালিয়ে যায়। এরপর পরপর তিনটি পেট্রলবোমার বিস্ফোরণ ঘটে। এর মধ্যে একটি বোমা ব্যাংকের সীমানা প্রাচীরের ভেতরে পড়ে এবং ব্যাংকের বাইরের সাইনবোর্ডের কিছু অংশ পুড়ে যায়। তবে ভবনের ভেতরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
গ্রামীণ ব্যাংক মাওনা শাখার ব্যবস্থাপক রেহানা পারভীন বলেন, “রাতে হঠাৎ বিকট শব্দ শুনে নিরাপত্তা প্রহরী বের হয়ে দেখেন কয়েকজন পালিয়ে যাচ্ছে। তিনটি পেট্রলবোমা বিস্ফোরিত হয়। এর একটি ব্যাংকের ভেতরে পড়লেও বড় ধরনের ক্ষতি হয়নি। তবে পুরো এলাকা পেট্রলের গন্ধে ভরে গিয়েছিল। ব্যাংকের সব কর্মকর্তা-কর্মচারী এখনো আতঙ্কের মধ্যে আছেন।”
তিনি আরও জানান, ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম চালু আছে এবং লেনদেনে কোনো ব্যাঘাত ঘটেনি। তিনি শ্রীপুর থানায় গিয়ে এ ব্যাপারে সাধারণ ডায়েরি (জিডি) করবেন বলে জানিয়েছেন।
গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক ব্যবস্থাপক আবদুর রাজ্জাক বলেন, “ব্যাংকের অভ্যন্তরে কোনো ক্ষতি হয়নি। কেবল বাইরের সাইনবোর্ডের সামান্য অংশ পুড়েছে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। তারা থানায় জিডি করার পরামর্শ দিয়েছেন।”
স্থানীয় বাসিন্দারা জানান, রাতে হঠাৎ তিনটি বিকট শব্দ শুনে তারা ছুটে এসে দেখতে পান পুরো এলাকা পেট্রলের গন্ধে ঢেকে গেছে। বাজারের মাঝখানে অবস্থিত হওয়ায় অনেকেই ঘটনাস্থলে ভিড় করেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল বারিক বলেন, “পুলিশের নিয়মিত টহল থাকার কারণে হামলাকারীরা বড় ধরনের ক্ষতি করতে পারেনি। ঘটনাস্থল থেকে পেট্রলবোমার বোতল উদ্ধার করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এই ঘটনায় এলাকাজুড়ে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। গ্রামীণ ব্যাংকের মতো জনকেন্দ্রিক আর্থিক প্রতিষ্ঠানে এ ধরনের হামলা সাধারণ মানুষের মাঝে নিরাপত্তাহীনতার বার্তা দিচ্ছে বলে মনে করছেন স্থানীয়রা।




Comments