ব্রাহ্মণবাড়িয়ায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগদান করেছেন শারমীন আক্তার জাহান। তিনি নড়াইলের জেলা প্রশাসক ছিলেন। শারমীন জাহানকে রবিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার প্রবেশ মুখ আশুগঞ্জে স্বাগত জানান সেখানকার ইউএনও, অ্যাসিল্যান্ডসহ অন্যান্য কর্মকর্তারা।
১৯৮৪ সালের ১৫ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়াকে জেলা ঘোষণার পর দীর্ঘ চার দশকেরও বেশি সময়ের মধ্যে এই প্রথম একজন নারী জেলা প্রশাসক যোগদান করেন এই জেলায়। তবে তাঁর বদলির আদেশের পর যোগদান করা নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে।
এদিকে মোহাম্মদ দিদারুল আলমকে প্রাথমিক ও গণশিক্ষ মন্ত্রণালয়ে উপ সচিব হিসেবে বদলি করা হয়েছে। তিনি প্রায় এক বছর দুই মাস ব্রাহ্মণবাড়িয়াতে জেলা প্রশাসকের দায়িত্ব পালন করেন। মোহাম্মদ দিদারুল আলম বিসিএস (প্রশাসন) ২৪ ও শারমীন জাহান ২৫ ব্যাচের কর্মকর্তা।
শনিবার রাতে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে তাকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। এসময় তিনি চাকুরি ক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতার কথা বলতে গিয়ে আবে গাপ্লুতহয়ে পড়েন, তিনি কথা থামিয়ে দিয়ে চেখ মুছতে থাকেন। আবেগ নিয়ে কথা বলেন।
এ সময় তিনি বলেন, ‘আমি বার বার বলেছি ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে যদি কেউ সংসার করতে না পারে বাংলাদেশের কোথাও সংসার করতে পারবে না। এটা আমার নিজের দেখা। এজন্য আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি।’
তিনি আরো বলেন, ‘আমার যখন এ জেলায় অর্ডার হয় তখন অনেকে বলেছে ব্রাহ্মণবাড়িয়া কেমনে সামলাবা। এসে তো দেখি অন্য রকম এই ব্রাহ্মণবাড়িয়া। এখানকার অফিসাররা যারা এক বার চলে যান, তারা এখানে আরেক বার আসার জন্য উদগ্রীব থাকেন।




Comments