তিন দফা দাবী বাস্তবায়নে সারাদেশের ন্যায় নীলফামারীতেও কর্মবিরতি পালন করছেন সরকারী কলেজের পদোন্নতি বঞ্চিত প্রভাষকরা। রোববার থেকে (১৬ নভেম্বর) অনির্দিষ্টকালের জন্য সারাদেশে শুরু হয় এই কর্মসূচি।
নীলফামারী সরকারী কলেজে দাবী বাস্তবায়নে অবস্থান কর্মসুচি ও মানববন্ধন অনুষ্ঠিত হয় বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদের ব্যানারে।
বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদের আহবায়ক ও আরবী বিভাগের প্রভাষক ড. মোঃ ফরহাদ উল ইসলাম এবং সদস্য সচিব উদ্ভিদ বিদ্যা বিভাগের প্রভাষক আবু বকর সিদ্দিক ও সাংগঠনিক সম্পাদক ইসলাম শিক্ষা বিভাগের মোনাব্বেরুল হাসান বক্তব্য দেন মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে।
কর্মসূচি থেকে দ্রুত মামলা নিষ্পত্তি, শিক্ষা মন্ত্রনালয় কর্তৃক ২০০০ বিধির কলেজ সমুহের জাতীয়করণের তারিখ হতে ক্যাডারভুক্তির নিয়মিতকরণের অবৈধ প্রজ্ঞাপন বাতিল ও দ্রæত প্রভাষকের পদোন্নতির সরকারী প্রজ্ঞাপন জারির দাবী জানানো হয়।
বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদের সদস্য সচিব ও উদ্ভিদ বিদ্যা বিভাগের প্রভাষক আবু বকর সিদ্দিক বলেন, ৩২-২৭তম ব্যাচ পর্যন্ত যোগ্য প্রভাষকদের আজো পদোন্নতি হয়নি। সামাজিক ভাবে তারা মর্যাদা হারাচ্ছেন। আমরা কেন বঞ্চিত হচ্ছি পদোন্নতি থেকে। আমরা চাই দ্রæত সরকার বাহাদুর আমাদের নায্য দাবী পূরণ করে নিক।
বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদের আহবায়ক আরবী বিভাগের প্রভাষক ড. মোঃ ফরহাদ উল ইসলাম বলেন, কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে নীলফামারীতেও রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ও অবস্থান কর্মসুচি শুরু হয়েছে। দাবী আদায় না হওয়া পর্যন্ত আমাদের এই কর্মসুচি অব্যাহত থাকবে।
তিনি বলেন, নো প্রোমোশন, নো ওয়ার্ক এ নিয়েই এগুচ্ছে আমরা।
প্রসঙ্গত নীলফামারীর ৫টি সরকারী কলেজে ৬৮জন প্রভাষক রয়েছেন পরিষদের আওতায়।




Comments