Image description

চট্টগ্রামের সীতাকুণ্ডে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শিশুসহ পাঁচ জন নিহত হয়েছে। একই ঘটনায় আহত হয়েছে ১৫ জনেরও অধিক। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে স্থানীয় ও ফায়ার সার্ভিস এবং হাইওয়ে পুলিশ জানান। 

রবিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় ৬টার দিকে পৌরসভার বটতল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ ঘটনা ঘটে। তবে এই রিপোর্ট লেখা পযন্ত নিহতদের নাম পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার সন্ধ্যায় ৬টার দিকে চট্টগ্রাম মুখী সিডিএম যাত্রীবাহী একটি বাস বেপরোয়া গতিতে একই মুখী ড্রাম ট্রাকের পিছনে ধাক্কা দেয়। ঘটনাস্থলে চারজন নিহত হয়। স্থানীয়রা পনেরজনের অধিক আহত উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

সীতাকুণ্ডের কুমিরা-টেরিয়াইল হাইওয়ে থানার ওসি জাকির রাব্বানী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমরা এই পর্যন্ত ঘটনাস্থল থেকে চারটি লাশ উদ্ধার করেছি। আহত হয়েছে পনেরজনেরও অধিক। তবে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। সন্ধ্যার দিকে হওয়ায় তাৎক্ষণিক এখনো আমরা নাম ঠিকানা জানতে পারিনি।