Image description

বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব ও আমরা বিএনপি পরিবার-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, হাজার হাজার মাইল দূরে থেকেও মানবতার দূত হিসাবে কাজ করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বগুড়ার এই কৃতি সন্তান অসহায় দুঃস্থ মানুষের সহায়তায় এগিয়ে এসে তাদের পাশে দাঁড়িয়েছেন। 

মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে বগুড়ায় শহীদ খোকন পার্কে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে 'আমরা বিএনপি পরিবার'-এর আয়োজনে দিনব্যাপী সেবামূলক মানবিক কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, তারেক রহমান খুব সজাগভাবে ব্যক্তিগত অনুসন্ধানের মাধ্যমে সারাদেশের অসহায়, নির্যাতিত, নিপীড়িত, অভাবী ও মেধাবীদের খুঁজে বের করেন। তারপর গোপনে তাদেরকে সহযোগিতা করেন। এক্ষেত্রে তিনি ডান হাতে দান করলে যেন বাম হাত না জানে। ইসলামের সেই মহান নীতি ও আদর্শ অনুসরণ করেন।

রিজভী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, তাঁর জন্ম দিনে কেউ যেন ঢাক-ঢোল শহরত বাজিয়ে কোন অনুষ্ঠান না করেন। কেউ যেন কেক কেটে তাঁর জন্মদিন পালন না করেন। এগুলো মানুষ পছন্দ করেন না। দূর থেকে হলেও মানুষের হৃদয়ের যে দেখা, মানুষের অন্তরের মধ্য যে গ্রন্থটি লেখা আছে সেটি কত অসাধারণভাবে তারেক রহমান পাঠ করতেন পারেন এই ঘটনার মধ্য দিয়ে তা প্রমান হলো।

আমরা বিএনপির পরিবারের আজকের যে আয়োজন সেটি মানবহৃদয়শীল। এখাকার সবগুলো সামাজিক দায়িত্বমূলক কাজ। আজকে এখানে ফ্রি মেডিক্যাল ক্যাম্প, চক্ষু চিকিৎসা, হার্টের চিকিৎসা, রক্তদান, হুইল চেয়ার বিতরণ এসব কিছুই মানবিক কাজ। উন্নত দেশের রাজনীতি কিন্তু এই রকম। আমাদের সেই জিনিসটা শিখিয়েছেন তারেক রহমান। তিনি যেন মানবতার হাইকমিশনার।

তিনি আরো বলেন, বিনাভোটে এবং দিনে ভোট রাতের করে শাসন ও বিচার বিভাগের ওপর নির্ভর করে শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিলেন। ফ্যাসিস্ট শেখ হাসিনা প্রতিশোধ পরায়ণ হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্বামীর ভিটা থেকে নির্মমভাবে উচ্ছেদ করেন। সেদিন অশ্রুসজল চোখে খালেদা জিয়া বলেছিলেন, আল্লাহ আপনাদের বিচার করবেন। নিজের অপকর্মের সকল সহযোগীকে অসহায় ভাবে ফেলে রেখে ভারতে পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে প্রমান হলো আল্লাহ বিচার করেছেন। 

অনুষ্ঠানে আমরা বিএনপি পরিবার-এর আহবায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এড. একেএম মাহবুবুর রহমান, হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, সিরাজগঞ্জ বিএনপি নেতা ডা. এমএ মুহিত।

এসময় উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জয়নাল আবেদীন চাঁন, সাবেক সাধারণ সম্পাদক ফজলুল বারী বেলাল, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, ড্যাবের যুগ্ম মহাসচিব ডা: আ ন ম মনোয়ারুল কাদির বিটু, জেলা বিএনপির সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন, হামিদুল হক চৌধুরী হিরু, মাফতুন আহমেদ খান রুবেল, ডা. শাহ মো: শাজাহান আলী, ডা. মামুনুর রশিদ মিঠু, সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সলাম, যুগ্ম সম্পাদক তাহাউদ্দিন নাহিন, শহর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাইদুজ্জামান শাকিল, আরডিএ যুগ্ম পরিচালক আব্দুল মজিদ, বিএনপি মিডিয়া সেলের রাজশাহী ও রংপুর বিভাগীয় সমন্বয়ক কালাম আজাদ, আমরা বিএনপি পরিবারের সদস্য মুস্তাকিম বিল্লাহ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি সরকার মুকুল, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার, নিহার সুলতানা তিথিসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং ‘আমরা বিএনপি পরিবারের সদস্যবৃন্দ।