কাজিপুরে বিদ্যুৎস্পর্শে ১১ মাসের শিশুর মর্মান্তিক মৃত্যু
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় বিদ্যুৎস্পর্শে ১১ মাস বয়সী মরিয়ম খাতুন নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুর বারোটার দিকে সোনামুখী ইউনিয়নের পারুলকান্দি গ্রামে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মরিয়ম ওই গ্রামের মাইনুর রহমানের একমাত্র সন্তান।
শিশুটির পিতা দৈনিক মানবকণ্ঠকে জানান, নতুন ঘর নির্মাণের জন্য পুরোনো ঘরের সব বিদ্যুতের তার খুলে বাড়ির উঠানে জড়ো করে রাখা হয়েছিল। দুপুরে সবার অগোচরে খেলতে খেলতে মরিয়ম খোলা তারে জড়িয়ে বিদ্যুৎস্পর্শে আক্রান্ত হয়। গুরুতর অবস্থায় তাকে দ্রুত বগুড়া জেলার ধুনট উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কাজিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম বলেন, “সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে শিশুটিকে দাফনের অনুমতি দেওয়া হয়েছে। বিকেলে পরিবারের লোকজন মরিয়মকে দাফন করেছেন।”
হঠাৎ এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।




Comments