বাংলাদেশ ব্যাংকের মতিঝিলসহ সব অফিসে সঞ্চয়পত্র ও প্রাইজবন্ড বিক্রি, ছেঁড়া-ফাটা নোট বদল এবং অটোমেটেড চালানসহ সরাসরি সব ধরনের গ্রাহকসেবা আজ রোববার (২৩ নভেম্বর) থেকে বন্ধ করা হয়েছে। এখন থেকে সাধারণ মানুষকে এসব সেবার জন্য বাণিজ্যিক ব্যাংকগুলোর শরণাপন্ন হতে হবে।
এর আগে গত বৃহস্পতিবার (২০ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক জানিয়েছিল, নিরাপত্তার স্বার্থে এবং কেপিআইভুক্ত (কি পয়েন্ট ইনস্টলেশন) প্রতিষ্ঠান হিসেবে কেন্দ্রীয় ব্যাংকের কাউন্টার থেকে সরাসরি এসব সেবা আর দেওয়া হবে না।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিশ্বের কোনো দেশের কেন্দ্রীয় ব্যাংকই সাধারণ মানুষকে সরাসরি এমন কাউন্টার সেবা দেয় না।
প্রাথমিকভাবে সিদ্ধান্ত ছিল, আগামী ৩০ নভেম্বর থেকে মতিঝিল অফিস এবং পরে পর্যায়ক্রমে অন্যান্য অফিসে সেবা বন্ধ করা হবে। তবে সেই সিদ্ধান্ত পরিবর্তন করে আজ থেকেই সব অফিসে একযোগে এই কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।
এতদিন কেন্দ্রীয় ব্যাংকের মতিঝিল, সদরঘাট, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর, বগুড়া, রাজশাহী ও সিলেট অফিস থেকে গ্রাহকরা এসব সেবা পেতেন। তবে গ্রাহকদের ভোগান্তি এড়াতে বাণিজ্যিক ব্যাংকগুলো যেন নির্বিঘ্নে এসব সেবা প্রদান করে, তা নিশ্চিত করতে তদারকি জোরদার করার কথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।




Comments