Image description

দক্ষিণ-মধ্য ভিয়েতনামে টানা ভারি বৃষ্টি, পাহাড়ি ধস ও ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯০ জনে দাঁড়িয়েছে। এছাড়া আরও ১২ জন নিখোঁজ রয়েছেন। রোববার (২৩ নভেম্বর) দেশটির পরিবেশ মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম গার্ডিয়ান।

অক্টোবরের শেষ দিক থেকে শুরু হওয়া এই প্রাকৃতিক দুর্যোগে ভিয়েতনামের পর্যটনকেন্দ্র ও কৃষিপ্রধান অঞ্চলগুলো বিপর্যস্ত হয়ে পড়েছে। গত সপ্তাহে মধ্য ভিয়েতনামের কিছু অংশে ১ হাজার ৯০০ মিমি (৭৪.৮ ইঞ্চি) পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ক্ষতিগ্রস্ত অঞ্চলটি দেশটির প্রধান কফি উৎপাদন এলাকা এবং জনপ্রিয় সমুদ্র তীরবর্তী পর্যটনকেন্দ্র হিসেবে পরিচিত।

দেশটির পরিবেশ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, গত ১৬ নভেম্বর থেকে এখন পর্যন্ত শুধু ডাক লাক প্রদেশেই ৬০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। তলিয়ে গেছে ওই অঞ্চলের লক্ষাধিক ঘরবাড়ি। বন্যাদুর্গত গিয়া লাই ও ডাক লাক প্রদেশে উদ্ধার তৎপরতা চালাচ্ছে সেনাবাহিনী ও পুলিশ। অনেক স্থানে উদ্ধারকর্মীরা নৌকা নিয়ে জানালা ভেঙে ও ছাদ কেটে পানিবন্দী মানুষদের উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিচ্ছেন।

অন্যদিকে, বিন দিন প্রদেশের উপকূলীয় শহর কুই নহোনের হাসপাতালগুলোও বন্যাকবলিত হয়ে পড়েছে। সেখানে তিন দিন ধরে চিকিৎসক ও রোগীরা কেবল ইনস্ট্যান্ট নুডলস ও পানি খেয়ে দিন পার করছেন বলে জানা গেছে।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, ডাক লাক প্রদেশের ‘বা’ নদী এবং খান হোয়া প্রদেশের ‘কাই’ নদীর পানি ইতিহাসের সর্বোচ্চ বিপদসীমা অতিক্রম করেছে। বৃহস্পতিবার ‘বা’ নদীর পানি ১৯৯৩ সালের রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় পৌঁছেছে।

ভিয়েতনামের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার তথ্যমতে, বন্যায় ২ লাখ ৩৫ হাজারের বেশি ঘরবাড়ি প্লাবিত হয়েছে এবং প্রায় ৮০ হাজার হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে।

সরকারি হিসাব অনুযায়ী, চলমান বন্যায় এখন পর্যন্ত ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৮.৯৮ ট্রিলিয়ন ডং (প্রায় ৩৪১ মিলিয়ন ডলার)। এছাড়া চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত চরম আবহাওয়ার কারণে দেশটিতে ২৭৯ জন নিহত বা নিখোঁজ হয়েছেন এবং ২ বিলিয়ন ডলারেরও বেশি আর্থিক ক্ষতি হয়েছে।