চট্টগ্রামের হাটহাজারীতে চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় চাচা ও ভাতিজা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। রোববার (২৩ নভেম্বর) ভোর ৪টার দিকে উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের লালিয়ারহাট এলাকার মিস্ত্রি ঘাটা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—হাটহাজারী পৌরসভার আলীপুর এলাকার চাঁনগাজী চৌধুরী বাড়ির ইফতেখার রাহাত (৩০) ও একই বাড়ির মরহুম নূর আহমদ চৌধুরীর ছেলে আবিদুল হাসান (৩৫)। সম্পর্কে তারা চাচা-ভাতিজা।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে আবিদুল হাসান হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তখন রাহাত তাকে প্রথমে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার উন্নতি না হওয়ায় চিকিৎসকরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করেন। চমেক হাসপাতাল থেকে চিকিৎসা শেষে ভোরে সিএনজিচালিত অটোরিকশায় চড়ে তারা বাড়ি ফিরছিলেন। পথে লালিয়ারহাট এলাকায় পৌঁছালে তাদের বহনকারী অটোরিকশাটি দুর্ঘটনার কবলে পড়ে দুমড়েমুচড়ে যায়।
এতে ঘটনাস্থলেই রাহাতের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আবিদুল হাসানকে চমেক হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান। এছাড়া একই দুর্ঘটনায় তাদের সহযাত্রী রাশেদ চৌধুরী গুরুতর আহত হন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাউজান হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ উল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত সিএনজি অটোরিকশাটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।




Comments