Image description

চট্টগ্রামের বাঁশখালীতে নিখোঁজের তিন দিন পর নিজ বাড়ির উঠানে মাটি খুঁড়ে জায়নামাজে মোড়ানো অবস্থায় আশরাফ মিয়া ওরফে আশরাফ ফকির (৫৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশের মাথা ও শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।

নিহত আশরাফ মিয়া উপজেলার কালীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ফকির মোহাম্মদ পাড়া (পূর্ব পাশ) এলাকার মৃত ফরিদ আহমদের ছেলে।

স্থানীয়রা জানান, গত তিন দিন ধরে আশরাফ মিয়া নিখোঁজ ছিলেন। রোববার (২৩ নভেম্বর) ভোরে তার বাড়ির উঠানের দক্ষিণ পাশে ঝোপঝাড়ের মধ্যে নতুন মাটি চোখে পড়ে স্থানীয়দের। সন্দেহ হলে তারা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাটি খুঁড়ে জায়নামাজে মোড়ানো অবস্থায় রক্তাক্ত লাশ উদ্ধার করে।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, “লাশের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এটি স্পষ্ট হত্যাকাণ্ড। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করছে।”

এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। হত্যাকাটি পরিকল্পিত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটকের চেষ্টা চালাচ্ছে।