ঢাকা আলিয়া মাদরাসা ক্যাম্পাসে দুই দল শিক্ষার্থীর মধ্যে শনিবার রাতে সংঘর্ষের ঘটনা ঘটে। শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষ ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অবশেষে মাদরাসা ক্যাম্পাসে সেনা সদস্যরা মোতায়েন করা হয়েছে। সংঘর্ষের পর শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভও করেছেন।
জানা যায়, শনিবার রাতে মাদরাসা ক্যাম্পাসের হলে দুই দল শিক্ষার্থীর মধ্যে এই সংঘর্ষের সূত্রপাত হয়। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, রাত পৌনে ১১টার দিকেও মাদরাসার হলের ভেতরে বেশ কয়েকজন শিক্ষার্থী অবরুদ্ধ অবস্থায় ছিলেন। পরে তাদেরকে উদ্ধারে মাদরাসা প্রশাসন কাজ শুরু করে।
সংঘর্ষের জেরে ক্যাম্পাসে তীব্র উত্তেজনা বিরাজ করায় কর্তৃপক্ষ পরিস্থিতি সামাল দিতে সেনা সদস্যদের মোতায়েন করে। তবে, সংঘর্ষে লিপ্ত শিক্ষার্থীদের পরিচয় এবং ঠিক কী কারণে এই ঘটনা ঘটেছে, সে বিষয়ে ঘটনাস্থলে উপস্থিত শিক্ষক বা শিক্ষার্থীরা কেউই মন্তব্য করতে রাজি হননি।




Comments