ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি সফররত কমনওয়েলথ মহাসচিব শার্লি বাচউয়ির কাছে তুলে ধরলেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। রোববার নির্বাচন ভবনে অনুষ্ঠিত তাদের বৈঠকে ইসির প্রস্তুতি, অগ্রগতি, বিদেশ থেকে ভোটদান, গণভোটসহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় স্থান পায় বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ।
এক ঘণ্টার বৈঠক শেষে সচিব জানান, একই দিনে গণভোট আয়োজনে নির্বাচন কমিশনের জন্য বাড়তি দায়িত্ব বলে মনে করে কমনওয়েলথ।
তবে ইসি যে প্রস্তুতি নিয়ে এগোচ্ছে, তা দেখে আশাবাদ ব্যক্ত করেছেন কমনওয়েলথ মহাসচিব বলেও জানান ইসি সচিব।
তিনি বলেন, আইসিপিভির আওতায় দেশের ভেতরে প্রায় ১০ লাখ ভোটার—যারা বিভিন্ন অভ্যন্তরীণ দায়িত্বে নিয়োজিত, তাদেরকেও ভোটদানের সুবিধার আওতায় আনা হয়েছে। এটিও মহাসচিবের কাছে ইতিবাচক উদ্যোগ হিসেবে প্রতীয়মান হয়েছে।
নির্বাচন ব্যবস্থায় আস্থা ফিরিয়ে আনতে নির্বাচন কমিশনের উদ্যোগ জানতে চেয়ে কমনওয়েলথ প্রচার প্রচারণার উপর জোর দিয়েছে। নারী ভোটার অংশগ্রহণ ও ভোটার তালিকা সংশোধন, মহিলা ভোটারদের অংশগ্রহণ নিয়ে ইসির প্রশংসা করে কমনওয়েলথ।
তবে কমনওয়েলথ এখনও পর্যবেক্ষক দলের সংখ্যা বা পাঠানোর সময় নিয়ে নির্দিষ্ট কিছু জানায়নি বলে মন্তব্য করেন সচিব।




Comments