'রকমারি বেস্টসেলার অ্যাওয়ার্ড ২০২৫' পেলেন মিজানুর রহমান আজহারী, শায়খ আহমাদুল্লাহসহ ৫৬ জন
অনলাইন বই বিপণনে দেশের অন্যতম অগ্রণী প্রতিষ্ঠান রকমারি ডটকম 'রকমারি বেস্টসেলার অ্যাওয়ার্ড ২০২৫' আয়োজন করেছে। ২০২৪ সালের এপ্রিল থেকে ২০২৫ সালের মার্চ পর্যন্ত রকমারিতে সর্বোচ্চ বিক্রিত বইয়ের ভিত্তিতে ফিকশন, নন-ফিকশন, ধর্মীয় এবং ক্যারিয়ার-একাডেমিক—এই চারটি বিভাগে মোট ৫৬টি পুরস্কার প্রদান করা হয়।
শনিবার বিকেলে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত এই আয়োজনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ১৩ শতাধিক লেখক, পাঠক, প্রকাশক এবং বই শিল্পের কর্মীরা উপস্থিত ছিলেন, যা পুরো মিলনায়তনকে এক উৎসবমুখর পরিবেশে পরিণত করে।
চারটি বিভাগে প্রথম স্থান অধিকার করেন যথাক্রমে ইলমা বেহরোজ (ফিকশন), মুহাম্মদ ইলিয়াস কাঞ্চন (নন-ফিকশন), ড. মিজানুর রহমান আজহারী (ধর্মীয়) এবং কিউএনএ পাবলিকেশন্স লেখক পরিষদ (ক্যারিয়ার ও একাডেমিক)। এছাড়াও প্রথম স্থানে থাকা বইগুলো হলো—'আমি পদ্মজা', 'ব্রেইন ব্যালেন্স ইকুয়াল ব্যাংক ব্যালেন্স', 'এক নজরে কুরআন' এবং 'জোবায়ের’স জিকে (সাধারণ জ্ঞান)'।
অনুষ্ঠানের সবচেয়ে উল্লেখযোগ্য ঘোষণা আসে অন্যরকম গ্রুপের পক্ষ থেকে। প্রতিষ্ঠানের চেয়ারম্যান মাহমুদুল হাসান সোহাগ জানান, বই শিল্পের পেছনে থাকা কর্মীদের সন্তানদের জন্য ‘প্রজেক্ট হাসিমুখ’ নামে নতুন একটি উদ্যোগ নেওয়া হচ্ছে। এই প্রকল্পের আওতায় ছাপাখানার শ্রমিক, বাঁধাইকর্মী, টুকরিওয়ালা—বই-সম্পর্কিত সকল কর্মীর সন্তানদের জন্য বার্ষিক ১০ লাখ টাকার শিক্ষাবৃত্তি দেওয়া হবে।
তিনি বলেন, লেখক, প্রকাশক ও রকমারি একসঙ্গে কাজ করে একটি কার্যকর কাঠামো তৈরি করে লেখকের সৃষ্ট মূল্য পাঠকের কাছে পৌঁছে দেবে।
পুরস্কারপ্রাপ্ত সেরা লেখকদের মধ্যে ফিকশন বিভাগে আছেন ইলমা বেহরোজ, সালমা চৌধুরী, সাদাত হোসাইন ও রাহিতুল ইসলাম; নন-ফিকশন বিভাগে আছেন মুহাম্মদ ইলিয়াস কাঞ্চন (কোচ কাঞ্চন), মার্ক অনুপম মল্লিক ও আসিফ ইকবাল; এবং ধর্মীয় বিভাগে আছেন ড. মিজানুর রহমান আজহারী, আরিফ আজাদ ও শায়খ আহমাদুল্লাহ প্রমুখ।
এছাড়াও, ফিকশন বিভাগে 'আমি পদ্মজা', নন-ফিকশন বিভাগে 'ব্রেইন ব্যালেন্স ইকুয়াল ব্যাংক ব্যালেন্স' এবং ধর্মীয় বিভাগে 'এক নজরে কুরআন' সহ বিভিন্ন বেস্টসেলার বই পুরস্কৃত হয়।
সমাপনী বক্তব্যে রকমারি ডটকমের চেয়ারম্যান মাহমুদুল হাসান সোহাগ দেশের ৫৬ হাজার বর্গমাইল বইয়ে বইয়ে সয়লাব করার পাশাপাশি মানুষের পাঠাভ্যাস বাড়ানোর জন্য চেষ্টা করার কথা তুলে ধরেন।




Comments