Image description

ধানখেতে ধান উড়িয়ে নারীরা ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী পরিবর্তন ও আসনটির মনোনয়ন বঞ্চিত প্রার্থী আহাম্মদ তায়েবুর রহমান হিরণ সহ ২৪ জন নেতা-কর্মীরা বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানিয়েছে।

রোববার দুপুরে উপজেলার মইলাকান্দা ইউনিয়নের সর্বস্তরের কৃষাণী পরিবারের ব্যানারে পশ্চিম মইলাকান্দা গ্রামে ধানখেতে ধান উড়িয়ে নারীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে এই দাবি জানান। কর্মসূচিতে অংশ নেয়া নারীরা সবাই মইলাকান্দা ইউনিয়নের বাসিন্দা।

কর্মসূচিতে অংশ নিয়ে জমিলা খাতুন বলেন, গৌরীপুরে বিএনপি বলতে আমরা হিরণ ভাইকে বুঝি। এলাকার মানুষের সুখে দুঃখে হিরণ ভাই আমাদের পাশে ছিলেন। তাই এই এলাকার মানুষ বিএনপির প্রার্থী হিসাবে হিরণ ভাইকে দেখতে চায়। যাকে মনোনয়ন দেয়া হয়েছে তাকে এলাকায় দেখা যায় না। তাই হিরণ ভাই মনোনয়ন পেলে বিপুল ভোটে ধানের শীষ বিজয়ী হবে।

লিপি আক্তার বলেন, আমরা নারী, ঘর -সংসারের কাজ নিয়ে ব্যস্ত থাকি। আমাদের রাজপথে গিয়ে আন্দোলন সংগ্রাম জানানো সম্ভব নয়। তাই ধানখেতে ধান উড়িয়ে আমরা বিএনপির প্রার্থী পরিবর্তন ও হিরণ ভাই সহ ২৪ জন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে দাবি জানাচ্ছি। দাবি আদায়ের ভাষাও যে ভিন্ন ও শান্তিপূর্ণ হতে পারে সেজন্য আমরা নারীরা মিলে  ব্যতিক্রম কর্মসূচির আয়োজন করেছি।

ফাতেমা রহমান বলেন,  আমরা বিএনপির প্রার্থী হিসাবে হিরণ চাচাকে চাই। যে পর্যন্ত হিরণ চাচাকে নমিনেশ না দিবেন ততক্ষণ পর্যন্ত আমরা মাঠে নামবো না। তারেক রহমান সাহেবের কাছে দাবি আমাদের মা- বোনেদের দাবি মেনে নিয়ে হিরণের বিষয়টি আপনি সুন্দরভাবে সমাধান করবেন।

কর্মসূচিতে বক্তব্য দেন, জরিনা বেগম, রাশিদা খাতুন, নাজমুন নাহার, তাছলিমা, আসমা, জায়েদা খাতুন, ফুলেজা খাতুন, দুঃখের মা, চান্দের মা প্রমুখ।

প্রসঙ্গত ১৪৭ ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন বিএনপির মনোনয়ন পাওয়ায় ক্ষুব্ধ ছিলেন আসনটির মনোনয়ন বঞ্চিত প্রার্থী আহাম্মদ তায়েবুর রহমান হিরণের অনুসারীরা। 

মনোনয়ন দ্বন্দের জের ধরে গত ৯ নভেম্বর আহাম্মদ তায়েবুর রহমান হিরণ সহ ৫ জন ও ১০ নভেম্বর গৌরীপুর উপজেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের ১৯ জন নেতা-কর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়।