Image description

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গত শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে ৫.৭ মাত্রার একটি ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিস) জানিয়েছে, রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৫ দশমিক ৭ এবং কেন্দ্রস্থল ছিল নরসিংদীর মাধবদীতে।

শুক্রবার ছুটির দিন হওয়ায় অফিস-আদালত ও শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি ছিল, তাই সবাই বাসা-বাড়িতেই অবস্থান করছিলেন। কিন্তু ছুটির দিন সকালে হঠাৎ শক্তিশালী ভূমিকম্প আঘাত হানলে সবার মনে তীব্র আতঙ্ক বিরাজ করে। আকস্মিক এই ভূকম্পনে অনেকেই তাড়াহুড়ো করে বাইরে বের হয়ে নিরাপদ স্থানে আশ্রয় নেন।

শক্তিশালী এই ভূমিকম্পের ভয়াবহতার ছাপ দেশের সাধারণ মানুষের পাশাপাশি শোবিজ অঙ্গনের তারকাদের সোশ্যাল মিডিয়াতেও পৌঁছেছে। ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে অনেকেই নিজের আতঙ্ক এবং অন্যদের নিরাপদে থাকার বার্তা প্রকাশ করেছেন।

এদিন বেলা ১১টা ৪৬ মিনিটে ফেসবুক ভেরিফায়েড পেজে অভিনেতা চঞ্চল চৌধুরী লিখেছেন, “ভূমিকম্পের ভয়ংকর অভিজ্ঞতা...! সবাই নিরাপদে থাকুন, ভালো থাকুন। সৃষ্টিকর্তা সবাইকে রক্ষা করুন।”

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী তার ফেসবুক পেজে লিখেছেন, “ভূমিকম্প! আশা করি আপনারা সবাই নিরাপদে আছেন।” অভিনেতা জামিল হোসেন লিখেছেন, “এত বড় ভূমিকম্প। আল্লাহ মাফ করো।”

এছাড়া অভিনেত্রী সাদিয়া আয়মান লিখেছেন, “আমি আশা করি এবং প্রার্থনা করি সবাই নিরাপদে আছেন। আমি এর আগে কখনো এমন ভূমিকম্প অনুভব করিনি এবং এটি সত্যিই আমাকে নাড়িয়ে দিয়েছে। মহান আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুন এবং তার রহমতের ছায়ায় রাখুন।”

তারকাদের এই পোস্টগুলোতে তাদের ভক্ত-শুভাকাঙ্ক্ষীরাও সাড়া দিয়েছেন। তারাও নিজের নিরাপদে থাকার বিষয়টি জানিয়ে প্রিয় তারকাকে নিরাপদে থাকার আহ্বান জানিয়েছেন।