স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রোববার সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, সন্ধ্যা ৬টার পর গুলশানের বাসা 'ফিরোজা' থেকে হাসপাতালের উদ্দেশে রওনা করবেন তিনি।
উল্লেখ্য, উন্নত চিকিৎসার জন্য গত ৭ জানুয়ারি লন্ডন গিয়েছিলেন খালেদা জিয়া। সেখানে ১১৭ দিন অবস্থান করার পর গত ৬ মে তিনি দেশে ফেরেন। দেশে ফেরার পর থেকেই তিনি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে যাচ্ছেন।




Comments