ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ৩নং কৈচাপুর ইউনিয়নের তরুণ উদ্যোক্তা তোফায়েল আলম এখন এলাকার তরুণদের কাছে অনুপ্রেরণার নাম। একসময় ব্যবসায় প্রায় ৬ লাখ টাকার লোকসানের মুখে পড়েও হাল না ছেড়ে দাঁতে দাঁত চেপে আবারও নতুন করে পথচলা শুরু করেন তিনি। আজ তাঁর উদ্যোগ মডেল ভেটেরিনারি কর্নার হালুয়াঘাটের একটি পরিচিত ও বিশ্বস্ত প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।
তরুণ উদ্যোক্তা তোফায়েল আলমের ব্যর্থতার পর নতুন লড়াই প্রথমদিকে ব্রয়লার খামার ব্যবসা করে সিন্ডিকেটের কবলে পড়ে বড় ধরনের লোকসানের সম্মুখীন হন তোফায়েল। শুধু তিনিই নন, একই সিন্ডিকেটের কারণে হালুয়াঘাটের শতাধিক উদ্যোক্তা তাদের খামার ছেড়ে জীবিকার তাগিদে ঢাকায় পাড়ি দিতে বাধ্য হন। কিন্তু তোফায়েল আলম সিদ্ধান্ত নেন হাল ছাড়বেন না। ব্যর্থতাকে শক্তিতে পরিণত করাই ছিল তাঁর দৃঢ় সংকল্প।
নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন-এর সঙ্গে যুক্ত হওয়াই তাঁর জীবনের বড় পরিবর্তন। তাঁর ভাষায় এই ফাউন্ডেশন শুধু আমাকে উদ্যোক্তা হতে সহায়তা করেনি, একজন ভালো মানুষ হতে শিখিয়েছে। নতুন স্বপ্ন দেখতে ও তা বাস্তবায়নে সাহস জুগিয়েছে। লেগে থাকার মানসিকতা তৈরি করেছে। এবং পুনরুত্থানের গল্প নতুন পরিকল্পনা, ব্যয় কমানো, নির্ভরযোগ্য সাপ্লাই চেইন ব্যবস্থাপনা, মানসম্মত পণ্য সরবরাহ ও গ্রাহকসেবায় গুরুত্ব দেওয়ার মাধ্যমে ব্যবসাকে পুনরুজ্জীবিত করেন তিনি। গ্রাহকদের আস্থা তাঁর সাফল্যকে আরও গতিশীল করে। বর্তমানে তাঁর প্রতিষ্ঠানের মাসিক বিক্রি পৌঁছেছে প্রায় ১০ লাখ টাকা, যা তাঁর কঠোর পরিশ্রম, ধৈর্য ও সঠিক দিকনির্দেশনার ফল।
তরুণ উদ্যোক্তা তোফায়েল আলম বলেন, ইকবাল বাহার জাহিদ স্যারের একটি বাণী আমার জীবন বদলে দিয়েছে—স্বপ্ন দেখুন, সাহস করুন, শুরু করুন এবং লেগে থাকুন—সফলতা আসবেই।
এবং ভবিষ্যৎ পরিকল্পনা খুব শীঘ্রই ব্যবসা আরও বড় পরিসরে নেওয়ার পরিকল্পনা করছেন তিনি। উন্নতমানের ভেটেরিনারি মেডিসিন, নিরাপদ ও এন্টিবায়েটিক-মুক্ত হাস ও মুরগির মাংস উৎপাদন, পশু-সেবা এবং পশুপালকদের প্রশিক্ষণ সেশন চালুর মাধ্যমে কমিউনিটিকে আরও ব্যাপক সেবা দিতে চান।
তিনি ৬ লাখ টাকার লোকসান থেকে এখন মাসে ১০ লাখ টাকার সাফল্যে তোফায়েল আলম প্রমাণ করেছেন, পরিশ্রম, ইচ্ছাশক্তি ও সঠিক পরামর্শ থাকলে ব্যর্থতা কখনোই শেষ নয়। বরং তা নতুন সাফল্যের সূচনা হতে পারে।
হালুয়াঘাটের এই তরুণ উদ্যোক্তার গল্প ভবিষ্যতের অসংখ্য উদ্যোগপতির জন্য অনুপ্রেরণার বাতিঘর হয়ে থাকবে।




Comments