ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা আবারও বিতর্কের কেন্দ্রে। মডেলিং ও ফ্যাশন জগৎ থেকে উঠে আসা এই অভিনেত্রী টেলিভিশন নাটক, ওটিটি প্লাটফর্ম ও বিজ্ঞাপনচিত্রে নিয়মিত কাজ করে জনপ্রিয়তা পেয়েছেন। সম্প্রতি ঢালিউডের বড় বাজেটের ছবি ‘সোলজার’-এও তাকে নায়িকা হিসেবে দেখা যাবে।
সম্প্রতি যুগল শাড়িকাণ্ডের পর এবার অভিনেত্রীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন ভারতীয় চলচ্চিত্র ‘ভালোবাসার মরশুম’-এর প্রযোজক শরীফ খান। তিনি তিশার বিরুদ্ধে প্রায় সাড়ে চার লাখ টাকা আত্মসাতের অভিযোগ তুলেছেন।
ভারতীয় প্রযোজকের এমন অভিযোগের বিষয়ে মুখ খুলেছেন তিশা। গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই অভিযোগকে ‘ফালতু’ বলে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, চুক্তির সময় আমাকে এক-তৃতীয়াংশ পেমেন্ট দেওয়া হয়েছিল। এই সিনেমার শুটিংয়ের জন্য ভিসা পাওয়ার অপেক্ষায় আমি দেড় মাস কোনো কাজ করিনি। চুক্তিতেই উল্লেখ আছে, শুটিং বাতিল হলে এই অর্থ ফেরত যাবে না।
প্রযোজক শরীফের অভিযোগ নিয়ে অভিনেত্রী আরও বলেন, শরীফ (শরীফ খান) নামে একজন আমার সাথে মধ্যরাতে ফোন করে কথা বলতে চেয়েছে, এত রাতে আমি কেন কথা বলব? এটা তো পেশাদার আচরণ হতে পারে না। আমি অবশ্য দিনে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি। এর পাশাপাশি তিনি প্রশ্ন তুলেছেন, ‘উনি তো এই সিনেমার প্রযোজকই নন।’ তিনি জানান, এর বেশি কিছু বলতে হলে তার আইনজীবী বলবেন।
ভারতীয় চলচ্চিত্র ‘ভালোবাসার মরশুম’-এর মাধ্যমে বড়পর্দায় অভিষেক হওয়ার কথা ছিল তিশার। তবে নানা জটিলতায় ছবির কাজ সম্ভব হয়নি। এদিকে, সম্প্রতি শাকিব খানের সঙ্গে তার অভিনীত 'সোলজার' সিনেমার কাজ শেষ হয়েছে। চলতি বছরের শেষ দিকে সিনেমাটি মুক্তি পাবে।




Comments