Image description

গ্যাস সিলিন্ডার থেকে লাগা আগুনে নীলফামারীর সৈয়দপুরে দুটি পরিবারের স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার ভোরে উপজেলার কামারপুকুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।

আগুনে ধোলাগাছ বাকডোকরা গ্রামের শফিউল ইসলাম ও তার ভাই শামসুল আলমের মোট ৬টি ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। শফিউলের বাড়ি থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। ফায়ার সার্ভিস এসে আগুন নেভালেও ততক্ষণে ঘরের আসবাবপত্রসহ প্রায় ২০ লাখ টাকার সম্পদ পুড়ে যায়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন জানিয়েছেন, নিঃস্ব হয়ে পড়া পরিবারগুলোকে সরকারি সহায়তার জন্য প্রশাসনের উচ্চ পর্যায়ে অবহিত করা হয়েছে।