সাতক্ষীরার শ্যামনগরে পিঠা উৎসবে বিষক্রিয়ায় একই পরিবারের শিশু সহ ১০ ব্যক্তি গুরত্বর অসুস্থ্য অবস্থায় শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। গত সোমবার রাত ৯টার দিকে উপজেলার সোনাখালী গ্রামে সাইদ গাজীর বাড়ীতে এ ঘটনা ঘটে।
স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন গুরত্বর অসুস্থ্যরা হলেন- সুমাইয়া (২২), সাইদা (২০), মেহজাবিন (১০), ছামিয়া (৪), আকলিমা (৩০) ও জান্নাতি (৪) সহ অন্যরা।
পরিবার ও হাসপাতাল সূত্র মতে, ঘটনার সময় বাড়িতে সবাই মিলে পিঠা উৎসবে ব্যস্ত ছিল। এসময় পিঠা তৈরীতে কালো জিরার পরিবর্তে অসাবধানবশত দানাদার কীটনাশক ব্যবহার করা হয়। এক পর্যায়ে রাতে পিঠা খাওয়ার কিছুক্ষণ পর সবাই অসুস্থ্য হয়ে পড়ে। এসময় পড়শিরা টের পেয়ে দ্রুত উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত মেডিকেল অফিসার ডাঃ শামিম হোসেন বলেন, সবাইকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। তবে সবাই শঙ্কামুক্ত নয়।




Comments