ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ বা ধবলধোলাইয়ের লজ্জার মুখে দাঁড়িয়ে ভারত। গুয়াহাটি টেস্টে জয়ের জন্য ৫৪৯ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে চতুর্থ দিন শেষেই ২ উইকেট হারিয়ে ধুঁকছে স্বাগতিকরা। এর আগে কলকাতা টেস্টে হেরে সিরিজে ১-০ তে পিছিয়ে আছে ঋষভ পন্থের দল।
চতুর্থ দিন শেষে ভারতের সংগ্রহ ২ উইকেটে ২৭ রান। শেষ দিনে জয়ের জন্য তাদের প্রয়োজন আরও ৫২২ রান, হাতে আছে ৮ উইকেট। ইতিহাস বলছে, ঘরের মাঠে চারশ’র বেশি রান তাড়া করে জেতার রেকর্ড ভারতের নেই। ১৯৭৬ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪০৩ রান তাড়া করে জেতাই ছিল তাদের সর্বোচ্চ সাফল্য। আর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে সর্বোচ্চ ১১৭ রান তাড়া করে জেতার রেকর্ড রয়েছে। ফলে গুয়াহাটিতে জিততে হলে ভারতকে গড়তে হবে নতুন বিশ্বরেকর্ড।
দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে করা ৪৮৯ রানের জবাবে ভারত গুটিয়ে যায় মাত্র ২০১ রানে। দ্বিতীয় ইনিংসে ট্রিস্টান স্টাবসের ৯৪ রানের সুবাদে ৫ উইকেটে ২৬০ রান তুলে ইনিংস ঘোষণা করে প্রোটিয়ারা। এতে ভারতের সামনে লক্ষ্য দাঁড়ায় ৫৪৮ রানের।
বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই যশস্বী জয়সোয়াল ও লোকেশ রাহুলকে হারিয়ে চাপে পড়েছে ভারত। জয়সোয়ালকে মার্কো জেনসেন এবং রাহুলকে সিমন হার্মার সাজঘরে পাঠান। শেষ দিনে এখন অলৌকিক কিছুর আশায় কোচ গৌতম গম্ভীরের শিষ্যরা।




Comments