প্রবাসে বসেই জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ কাজে লাগাতে হুমড়ি খেয়ে পড়ছেন বাংলাদেশিরা। নির্বাচন কমিশনের ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে গত ৭ দিনে ৩২ হাজারেরও বেশি প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন।
মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত পাওয়া তথ্যে দেখা গেছে, নিবন্ধিতদের মধ্যে পুরুষের সংখ্যাই বেশি। ২৮ নভেম্বর পর্যন্ত আমেরিকা, অস্ট্রেলিয়া ও আফ্রিকার দেশগুলোতে অবস্থানরতরা নিবন্ধন করতে পারবেন।
অ্যাপটির নিরাপত্তা নিয়ে ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ জানান, ডেটা লিক বা তথ্য ফাঁসের কোনো সুযোগ নেই। বিজিডি ই-গভ সিআইআরটি এবং বিসিসি দ্বারা অ্যাপটির নিরাপত্তা পরীক্ষা করা হয়েছে।
পরবর্তী ধাপে কারা নিবন্ধন করবেন?
সৌদি আরব, মালয়েশিয়াসহ মধ্যপ্রাচ্য ও এশিয়ার অন্যান্য দেশের প্রবাসীরা আগামী ডিসেম্বর মাস থেকে ধাপে ধাপে নিবন্ধনের সুযোগ পাবেন। অ্যাপে নিবন্ধন করলেই ইসি ডাকযোগে ব্যালট পেপার পাঠাবে, যা পূরণ করে ফেরত পাঠালেই ভোট সম্পন্ন হবে।




Comments