ভারত ও শ্রীলঙ্কায় আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে টি-২০ বিশ্বকাপ (পুরুষ)। মঙ্গলবার টুর্নামেন্টের গ্রুপ পর্ব ও সূচি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি।
এ সময় আইসিসির চেয়ারম্যান জয় শাহ বিশ্বকাপের শুভেচ্ছাদূত হিসেবে রোহিত শর্মার নাম ঘোষণা করেছে। রোহিত ২০২৪ আসরের টি-২০ বিশ্বকাপে ভারতের অধিনায়ক ছিলেন। ভারতকে বিশ্বকাপ জিতিয়ে অবসর ঘোষণা করেন তিনি।
বিশ্বকাপের শুভেচ্ছাদূত হয়ে রোহিত বলেছেন, ‘ভারতে বিশ্বকাপ ফেরাতে এবং শুভেচ্ছাদূত হিসেবে এবারের বিশ্বকাপে অংশ হতে পারা দারুণ ব্যাপার। বিশ্বকাপের অংশ হতে যাওয়া সকল ক্রিকেটারের জন্য শুভকামনা। ভারতের আতিথেয়তার সঙ্গে বিশ্বকাপের অনেক মূল্যবান স্মৃতি সঙ্গী হবে সেই প্রত্যাশা করছি।’




Comments