Image description

দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাকের নাম ঘোষণার প্রতিবাদে এবং প্রার্থী পরিবর্তনের দাবিতে প্রত্যেক ইউনিয়নে বিক্ষোভ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার সন্ধ্যায় বিরল উপজেলার ১০ নং রাণীপুকুর ইউনিয়নের বোর্ডহাটে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীসহ সহস্রাধিক মশাল নিয়ে মিছিলে অংশগ্রহণ করেন। 

মশাল মিছিলে দলীয় প্রার্থী হিসেবে আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাককে পরিবর্তন করে জেলা বিএনপি'র সহসভাপতি মোজাহারুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক আ ন ম বজলুর রশিদ কালু এবং শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক মঞ্জুরুল ইসলাম এর মধ্য হতে ত্যাগী যে কোন একজনকে মনোনয়ন দেয়ার দাবি জানান আন্দোলনকারী নেতৃবৃন্দরা।

আন্দোলনকারীদের দাবি, জেল জুলুম নাই যে নেতার, দরকার নাই সেই নেতার। রাজপথে জেল, জুলুম, নির্যাতনের সময় এই ৩ নেতাকে সব সময় সামনের সারিতে পেয়েছিলেন। মনোনয়ন পাওয়া সাদিক রিয়াজ পিনাক চৌধুরী মনোনয়ন পাওয়ার পরই বিগত আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও প্রেসিডিয়াম সদস্য বাবু সতিশ চন্দ্র রায়ের সাথে সাক্ষাৎ করে দোয়া নিতে যাওয়াকেও স্বৈরাচার দোসরের সঙ্গী হিসেবে আখ্যা দেন তারা। এছাড়াও পিনাক চৌধুরীর বিরুদ্ধে বরাবর অভিযোগ ছিলো। ৫ই আগষ্টের আগে ও পরে আওয়ামী লীগের সাবেক নৌমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সাথে আঁতাত প্রসঙ্গ।

আন্দোলনকারীরা হুশিয়ারি দিয়ে বলেন, সাদিক রিয়াজকে পরিবর্তন না করলে। ত্যাগী নেতাদের মূল্যায়নে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন তারা। 

আসনটিতে মনোনয়ন ঘোষনার পর থেকেই বাতিলের দাবীতে বিভিন্ন কর্মসূচী পালন করে আসছে বঞ্চিতদের নেতাকর্মী সমর্থকরা।