Image description

ফেণীর পরশুরামে ৭ লক্ষ টাকার চাঁদা দাবির অভিযোগে পৌর ছাত্রদলের আহ্বায়ক নাজিমের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধায় ৫ টা ৩০ মিনিটের সময় পরশুরাম বাজারে উত্তরে ঢাকা হোটেলের সামনে এই ঘটনা ঘটে। দাবিকৃত অর্থ প্রদান না করায় ভুক্তভোগী ইউসুফকে শারীরিকভাবে মারধর করার অভিযোগ উঠেছে। 

ইউসুফ (৫০) বাউর খুমা এলাকার মৃত আলী নেওয়াজের ছেলে। তিনি জানান, দীর্ঘদিন ধরে নাজিম উদ্দীন আমাকে চাঁদা দেওয়ার জন্য বিভিন্নভাবে বিরক্ত করে আসছে। 

ইউসুফের স্ত্রী শিল্পী আক্তার  জানায়, সম্প্রতি স্থানীয় একটি বিষয়কে কেন্দ্র করে ছাত্রদল নেতা নাজিম উদ্দীন ইউসুফে কাছে চাঁদা দাবি করেন। 

নাম প্রকাশে অনিচ্ছুক ৫ ই আগষ্টের পর বাবলু এবং নাজিম উদ্দীন আওয়ামী লীগের কিছু নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে চাঁদা আদায় করে। এবং চাঁদা না দেওয়ার কারণে এর আগেও কয়েকজনের গায়ে হাততুলে। 

বিএনপির এক কর্মী জানান, স্থানীয় না হয়ে পৌর ছাত্রদলের আহ্বায়ক কিভাবে হয়? টাকার বিনিময়ে স্থানীয়দের মূল্য না করে একজন বহিরাগত লোক কে পদপদবি দেওয়া হয়েছে। নাজিম উদ্দীন পরশুরাম থানার পাশে মৃত মিজান উদ্দিন বাড়িতে থাকে। নাজিম উদ্দীনের মুল বাড়ি লাঙ্গলকোট। 

ইউছুফের টমেটমের ড্রাইভার রিফাত জানান, সন্ধায় ৫ টা ৩০ মিনিটের সময় ০১৭৪০৩২২৬৯০ এই নাম্বার থেকে ইউসুফ কে কল দিয়ে বিট অফিসে দ্রুত আসার জন্য বলেন। বিট অফিসে আসার পর নাজিম উদ্দীন ইউসুফকে বলে তুই ঘর করার টাকা কই পাইছত। তুই মদের ব্যবসা করোছ। আমাদের কে চাঁদা দিতে হবে। এই কথা বলার সাথে সাথে নাজিম উদ্দীনের নেতৃত্বে আরও কয়েকজন মিলে ইউছুফের উপর আক্রমণ করে। এলোপাতাড়ি কিল-ঘুষি মারা হয়।

ঘটনার পর বিষয়টি এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক পরিচয়ের প্রভাব খাটিয়ে এলাকায় বিভিন্ন সময় এ ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটছে। তারা দ্রুত ঘটনার সঠিক তদন্ত করে সংশ্লিষ্ট ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এব্যাপারে অভিযুক্ত ছাত্রদলের নেতা নাজিম মারধরের বিষয়ে অস্বীকার করে বলেন, ইউছুফ এলাকার চিহ্নিত মাদক কারবারি। ওখানে যে ঘটনা ঘটেছে তার সাথে আমি কোনো ভাবে জড়িত নই।স্থানীয়রা তাকে মারধর করেছে। ৭ লাখ টাকা  চাঁদা দাবির বিষয়ে তিনি বলেন এটি সম্পূর্ণ মিথ্যা। চাঁদা দাবির বিষয়ে আমি কিছুই জানিনা।

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আতাহার হোসেন পাপরুলকে এই বিষয়ে জানার জন্য মুটোফোনে যোগাযোগ করা হলে সংযোগ করা সম্ভব হয়নি। 

উপজেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুল হাসান বাবু জানান, ইউসুফ একজন চিহ্নিত মাদক কারবারি। তিনি আরও জানান, ছাত্রদলের নেতা নাজিমের সাথে যে ঘটনাটি ঘটেছে। তদন্তে সত্যতা পাওয়া গেলে দলিয় ব্যবস্থা নেওয়া হবে। 

পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত ওসি নুরুল হাকিম জানান, এই বিষয়ে আমি কিছুই জানিনা।