Image description

জামালপুর-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে মাদারগঞ্জ উপজেলার শহীদ মিনার চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে উপজেলার কেন্দ্রীয়  শহীদ মিনার চত্বরে এই বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সমাবেশে মেলান্দহ ও মাদারগঞ্জ উপজেলা বিএনপির কয়েক হাজার নেতাকর্মী ও সাধারণ ভোটার অংশগ্রহণ করেন। দুপুর থেকেই বিভিন্ন ইউনিয়ন ও গ্রাম থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে উপস্থিত হন তারা। শহীদ মিনার এলাকায় পুরো পরিবেশ উৎসবমুখর হয়ে ওঠে, স্লোগানে মুখরিত হয় চারপাশ।  

এসময় বক্তব্যে বক্তারা অভিযোগ করেন, গত ৩ নভেম্বর সারাদেশের সাথে জামালপুর-৩ আসনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির জলবায়ু বিষয়ক সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুলকে সম্ভাব্য প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। কিন্তু তিনি এর আগে তিনবার মনোনয়ন পেয়েও নির্বাচনে পরাজিত হয়েছেন। 

স্থানীয় নেতাকর্মীদের দাবি, বাবুল ঢাকাকেন্দ্রিক হওয়ায় মাদারগঞ্জ ও মেলান্দহে তার জনপ্রিয়তা সীমিত। ফলে স্থানীয় ভোটারদের মধ্যে তার গ্রহণযোগ্যতা কম।  

বক্তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে মাদারগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফাইজুল ইসলাম লাঞ্জু স্থানীয়ভাবে সক্রিয় রয়েছেন এবং জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক বজায় রেখেছেন। তাই বাবুলের পরিবর্তে লাঞ্জুকে মনোনয়ন দিলে দলীয় অবস্থান আরও শক্তিশালী হবে। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি মানা না হলে কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবেন তারা।  

সমাবেশে অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন, উপজেলা বিএনপির শীর্ষ নেতারা, ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী, ছাত্রদল, যুবদল ও মহিলা দলের সদস্যরা। সাধারণ ভোটাররাও ব্যাপকভাবে উপস্থিত হয়ে নিজেদের দাবি জানান। 

সমাবেশে বক্তারা দলীয় ঐক্যের গুরুত্ব তুলে ধরে বলেন, স্থানীয় জনপ্রিয় নেতাকে মনোনয়ন দিলে বিএনপি জামালপুর-৩ আসনে বিজয়ী হওয়ার সম্ভাবনা অনেক বেশি।  

এসময় বক্তারা স্পষ্ট করে বলেন, কেন্দ্রীয় সিদ্ধান্তে যদি স্থানীয় দাবি উপেক্ষা করা হয়, তবে তারা রাজপথে নেমে কঠোর কর্মসূচি ঘোষণা করবেন। সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে  শহীদ মিনার এলাকা ত্যাগ করেন।