Image description

বরিশালে ঘুরতে আসা এক প্রেমিক জুটিকে জিম্মি করে টাকা আদায়ের অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ। সাংবাদিক পরিচয়ে ভয়ভীতি দেখিয়ে টাকা আদায়ের সময় বুধবার (২৬ নভেম্বর) রাতে নগরীর নবগ্রাম রোডের চৌমাথা এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন-বরিশাল নগরের আমানতগঞ্জ এলাকার মো. হাসিব রহমান (২৭) ও বেলতলা এলাকার সায়েম সিকদার (২৬)।
 
ভুক্তভোগীরা জানান, বুধবার বিকেলে তারা নগরীর চৌমাথা লেকের পাড়ে ঘুরতে গিয়ে খাবার খাচ্ছিলেন। এ সময় কয়েকজন যুবক নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে তাদের ছবি তোলেন। পরে এসব ছবি দিয়ে পত্রিকায় সংবাদ প্রকাশের হুমকি দিয়ে তাদের কাছ থেকে জোরপূর্বক ১১ হাজার টাকা হাতিয়ে নেন।

চক্রটি এরপর আরও টাকা দাবি করলে ভুক্তভোগীরা কৌশলে বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুজনকে আটক করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে চক্রের বাকি তিনজন পালিয়ে যান।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ‘চাঁদাবাজির ঘটনায় দুজনকে হাতেনাতে আটক করা হয়েছে। এ ঘটনায় জড়িত বাকিদেরও আইনের আওতায় আনার চেষ্টা চলছে।’
 
এদিকে এ ঘটনায় নামধারী তিনজন ও অজ্ঞাত তিনজনকে আসামি করে ভুক্তভোগী যুবক থানায় মামলার জন্য লিখিত এজাহার দিয়েছেন বলেও জানান ওসি।