চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর কুনমিংয়ে ট্রেনের ধাক্কায় ১১ জন রেলশ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, কুনমিংয়ের লাওয়াং টাউন স্টেশনের রেললাইনের ওপর ভূমিকম্পের তীব্রতা পরিমাপক যন্ত্রের (সিসমিক ইক্যুইপমেন্ট) পরীক্ষা চালাচ্ছিলেন শ্রমিকরা। এ সময় একটি ট্রেন স্টেশনে প্রবেশের সময় তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ১১ শ্রমিকের মৃত্যু হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল।
চীনের রেলওয়ের ভাষ্যমতে, গত এক দশকের বেশি সময়ের মধ্যে এটিই দেশটির রেল খাতে সবচেয়ে প্রাণঘাতী দুর্ঘটনা।
কুনমিং রেলওয়ে ব্যুরো জানিয়েছে, ট্রেনটি সাধারণ গতিতেই আসছিল। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তার তদন্ত শুরু হয়েছে। কর্মকর্তারা প্রাথমিকভাবে জানিয়েছে, স্টেশনের একটি বাঁকা লাইনে শ্রমিকদের ধাক্কা দেয় ট্রেনটি। ইউনান প্রদেশের এই স্টেশনে ইতোমধ্যে স্বাভাবিক সেবা পুনরায় চালু হয়েছে।
উল্লেখ্য, চীনের রেল যোগাযোগ ব্যবস্থা বিশ্বের অন্যতম বৃহত্তম। প্রতি বছর শত কোটি যাত্রী এই রেলে যাতায়াত করেন। তবে অত্যাধুনিক ব্যবস্থা থাকা সত্ত্বেও দেশটিতে মাঝেমধ্যেই বড় ধরনের দুর্ঘটনার খবর পাওয়া যায়। এর আগে ২০১১ সালে চীনের পূর্বাঞ্চলীয় ঝেজিয়াং প্রদেশে ভয়াবহ ট্রেন সংঘর্ষে ৪০ জন নিহত এবং প্রায় ২০০ জন আহত হয়েছিলেন। এছাড়া ২০২১ সালে উত্তর-পশ্চিমাঞ্চলীয় গানসু প্রদেশে রেললাইনে কাজ করার সময় ট্রেনের ধাক্কায় ৯ শ্রমিক নিহত হন। সর্বশেষ বৃহস্পতিবারের এ ঘটনায় প্রাণ হারালেন আরও ১১ জন।




Comments