Image description

পাবনার ঈশ্বরদীতে জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডলের নির্বাচনী প্রচারণায় হামলার অভিযোগ উঠেছে বিএনপির বিরুদ্ধে। বৃহস্পতিবার বিকেলে চর গড়গড়ি এলাকায় এই হামলায় জামায়াত প্রার্থীর গাড়ি এবং নেতাকর্মীদের শতাধিক মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

জামায়াত প্রার্থী আবু তালেব মন্ডল অভিযোগ করেন, “পূর্বনির্ধারিত কর্মসূচিতে অংশ নিতে গেলে হাবিবুর রহমান হাবিবের সমর্থক ও বিএনপির সন্ত্রাসীরা অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা চালায়।”

স্থানীয় সূত্রে জানা গেছে, দুই দিন আগে ওই এলাকায় জামায়াত কর্মীদের মারধরের ঘটনার জের ধরে আজ উত্তেজনা ছড়ায়। হামলার ঘটনায় আহতদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে।