বাউলদের ওপর হামলাকারীদের গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান চলছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। শফিকুল আলম বলেন, বাউলদের ওপর যারা হামলা করেছেন তাদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি বলেন, মানিকগঞ্জের পুলিশ এই নির্দেশনা অনুযায়ী কাজ করছে। একই সঙ্গে অন্য দুই এক জায়গায় যেখানেই অ্যাটাক হয়েছে সেই সব জায়গায় সাড়াশি অভিযান চলছে।
সম্প্রতি ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে গ্রেপ্তার হওয়া বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে কর্মসূচি করতে গিয়ে মানিকগঞ্জ, ঠাকুরগাঁও ও খুলনায় হামলার শিকার হয়েছেন বাউলরা। মানিকগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার বাউলশিল্পী আবুল সরকারের ভক্ত-অনুরাগীদের ওপর রোববার হামলার ঘটনা ঘটে। এতে তিন ভক্ত-অনুরাগী আহত হন।
এ ঘটনার পর আবুল সরকারের মুক্তি, বাউল ও সাধু সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদে বেশ কয়েকটি জায়গায় মানববন্ধনেও হামলার ঘটনা ঘটে। বুধবার বিকেলে নগরীর শিববাড়ি মোড়ে গণতান্ত্রিক ছাত্রজোট আয়োজিত মানববন্ধনে হামলা ও মারধরের ঘটনা ঘটে। এতে বিপ্লবী ছাত্রমৈত্রী, ছাত্র গণমঞ্চ, ছাত্র ইউনিয়নের প্রায় ১৫ জন আহত হন। তাদের ব্যানারও পুড়িয়ে দেওয়া হয়।
ঠাকুরগাঁওয়ে বুধবার দুপুরে প্রতিবাদ সমাবেশের আগে হামলার শিকার হন বাউলশিল্পীরা। মারধরে তিনজন আহত হয়েছেন। বাউল শিল্পীদের ওপর এ হামলার ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন দল ও সংগঠন।




Comments