Image description

রাজধানীর মগবাজারের দিলুরোডে বহুতল ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, রাতে দিলুরোডের ওই ভবনের আগুন পাশের বস্তিতে ছড়িয়ে পড়ে।

এতে বস্তির চারটি বসতঘর পুড়ে গেছে। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।