গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুত দিঘির পাড় এলাকায় সোমবার সকালে ভয়াবহ অগ্নিকান্ডে তিনটি টিনসেট কলোনির ৭৫টি কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এক ঘন্টার চেষ্ঠায় আগুন নিয়ন্ত্রনে আনে। তবে তাৎক্ষনিকভাবে ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি। ক্ষতিগ্রস্থ পরিাবারের দাবি আগুনে ক্ষয়ক্ষতির পরিমান প্রায় অর্ধকোটি টাকা।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্র জানা যায়, সোমবার সকালে সাড়ে আটটার দিকে ওই এলাকার মহিউদ্দিন এর টিনসেট কলোনির শাহনাজ বেগমের কক্ষ থেকে ইলেকট্রিক সট সার্কিট থেকে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে। পরে মুহুর্তে আগুনের লেনিহান শিক্ষা পাশের বায়োজিদ মাষ্টারের দুই কলোনিতে আগুন ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসকে বিষয়টি স্থানীয়রা জানালে খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিন ইউনিট এক ঘন্টার চেষ্ঠায় সকাল সাড়ে নয়টার দিকে আগুন নিয়ন্ত্রনে আসে। তবে তাৎক্ষনিক ভাবে ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি। এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।
আগুনে ক্ষতিগ্রস্ত সায়েম ও কালাম বলেন সকালে আমরা কারখানায় গিয়েছি। এর আধা ঘন্টার পর জানতে পারি আগুন লেগেছে। আমরা আসার আগেই সব পুড়ে ছাই হয়ে গেছে। সারা বছর গার্মেন্টেসে চাকরি করে কিছু টাকা জমিয়ে জিনিসপত্র কিনেছি সব আগুনে শেশ করে দিলো। এখন আমরা একেবারে নিঃস্ব হয়ে গেছি।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সিপেক্টর ইফতেখার হাসান রায়হান চৌধুরী জানায়। ইলেকট্রিক সট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। তবে ক্ষয়ক্ষতির পরিমান তদন্ত করে যানা যাবে।




Comments