ঢাকার ধামরাইয়ে রুপা এন্টারপ্রাইজ নামে এক অবৈধ গুড় কারখানায় র্যাবের অভিযানে ৪ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে ।
সোমবার (১ ডিসেম্বর) সোমবার দুপুরের দিকে উপজেলার কুল্লা ইউনিয়নের ফুটনগর এলাকায় এই অভিযান পরিচালনা করেন র্যাব-৪, সিপসি-২। এই অভিযানের নেতৃত্ব দেন র্যাবের হেডকোয়ার্টার এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবু হাসান।
র্যাব সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অবৈধভাবে বিভিন্ন ধরনের চিনি, রং, কেমিক্যাল মিশিয়ে গুড় তৈরি করে বাজারজাত করে আসছে রুপা এন্টারপ্রাইজ নামের এই কারখানাটি। এই কারখানায় যে গুড় তৈরি করা হয় সেখানে আখ বা খেজুরের রসের কোন উপস্থিতি নাই। গুড়ের ভিতর কোন গুড় নেই। সব গুড় চিনি ও কেমিক্যাল দিয়ে তৈরি। এসব গুড় মানবদেহের জন্য হুমকি স্বরুপ। দির্ঘদিন ধরে এই গুড় কারখানাটি গোপনে চালিয়ে যাচ্ছিলেন।
সোমবার গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদর দপ্তর ও র্যাব-৪ এর যৌথ অভিযানে এই অবৈধ গুড় কারখানায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৪ লক্ষ টাকা জরিমানা ও মালামাল জব্দ তালিকায় নিয়ে কারখানাটি সিলগালা করে দেওয়া হয় এবং গুড় তৈরির চিনি নিলামে বিক্রি করা হয়।
র্যাব হেডকোয়ার্টার এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবু হাসান জানান, ‘অবৈধ এ কারখানাটি বন্ধ করে দেওয়া হয়েছে। কারখানাটি সিলগালা করে চিনি নিলামে দেওয়া হয় এবং কারখানটিকে ৪ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এসব অবৈধ কারখানার বিরুদ্ধে তাদের এ অভিযান নিয়মিত চলমান থাকবে বলে জানান তিনি। ’




Comments