চার দিনের সরকারি সফরে রংপুর ও নীলফামারী যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) থেকে তার এই সফর শুরু হবে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে আঞ্চলিক তথ্য অফিস থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পররাষ্ট্র উপদেষ্টার দপ্তরের পরিচালক মো. আরাফাত রহমান স্বাক্ষরিত এক পত্রে বিস্তারিত সফরসূচি নিশ্চিত করা হয়েছে।
সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) পররাষ্ট্র উপদেষ্টা রংপুর ও নীলফামারী পৌঁছাবেন। পরদিন শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল ১০টায় তিনি রংপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও স্থাপনা পরিদর্শন করবেন।
শনিবার (৬ ডিসেম্বর) সকাল ১০টায় রংপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে তিনি মতবিনিময় করবেন। এরপর একই দিন বিকেল সাড়ে ৫টায় তিনি রংপুর ক্যাডেট কলেজ পরিদর্শন করবেন।
সফরের শেষ দিন রোববার (৭ ডিসেম্বর) সকাল ১১টায় তিনি নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার মাগুরা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন। সফর শেষে ওইদিন বিকেল ৫টা ৪০ মিনিটে সৈয়দপুর বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন তিনি।




Comments