Image description

সম্প্রতি ভোজ্যতেলের দাম হঠাৎ লিটার প্রতি ৯ টাকা বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে ব্যবসায়ীরা, তবে সরকারের কাছে এই বৃদ্ধি সংক্রান্ত কোনো অনুমোদন নেই এবং এই সিদ্ধান্তের কোনো আইনগত ভিত্তিও নেই বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

বাণিজ্য উপদেষ্টা বলেন, তেলের দাম বাড়াতে ব্যবসায়ীরা আমাদের সঙ্গে কোনো কথা বলেননি এবং সরকারের অনুমতিও গ্রহণ করেননি। তারা সব কোম্পানি একত্রিত হয়ে একসাথে দাম বাড়িয়েছে।

তিনি আরও জানান, মন্ত্রণালয় ইতোমধ্যেই আন্তঃমন্ত্রণালয় বৈঠক করেছে। বৈঠকের পর তারা পরবর্তী কর্মপন্থা নির্ধারণ করবেন। এখন আমরা আলোচনা করে কর্মপন্থা ঠিক করব। তারা যে কর্মকাণ্ড করেছে, তার কোনো আইনগত ভিত্তি নেই।

শেখ বশিরউদ্দীন বলেন, ‘গতকালও ক্রয় কমিটিতে ৫০ লাখ লিটার সয়াবিন তেল এবং ১ কোটি লিটার রাইস ব্র্যান তেল কেনার অনুমোদন দেওয়া হয়েছে।’

তিনি প্রশ্ন তোলেন, যদি আমরা দরপত্রের মাধ্যমে ৫০ লাখ লিটার তেল কমদামে কিনতে পারি, তাহলে বাজারে কেন এত বেশি দামে বিক্রি করা হবে? এর কোনো যৌক্তিক কারণ খুঁজে পাচ্ছি না।

কোম্পানিগুলোর ওপর সরকারের নিয়ন্ত্রণ আছে কি নেই, এমন প্রশ্নের উত্তরে বাণিজ্য উপদেষ্টা বলেন, নিয়ন্ত্রণ আছে। পদক্ষেপের মাধ্যমে তা নিশ্চিত করা হবে।

মন্ত্রণালয়কে পাশ কাটিয়ে ব্যবসায়ীরা কীভাবে দাম বাড়িয়েছে, তা জানতে চাইলে তিনি বলেন, এখন ব্যবসায়ীদের জিজ্ঞাসা করতে হবে। আমরা পদক্ষেপ নেব। এর আগেও তারা দাম বাড়িয়েছিল, কিন্তু আমরা একমত না হওয়ায় তারা দাম বাড়াতে পারেনি। আইন লঙ্ঘন হলে দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হবে।

উপদেষ্টা  জানান, ব্যবসায়ীদের এই আচরণ বাজারে ভোজ্যতেলের মূল্য স্থিতিশীলতা এবং সাধারণ ভোক্তাদের স্বার্থের জন্য উদ্বেগের বিষয়। মন্ত্রণালয় বাজার পর্যবেক্ষণ ও দর নিয়ন্ত্রণের মাধ্যমে দ্রুত পদক্ষেপ নেবে এবং বাজারে স্বাভাবিক মূল্য পুনঃপ্রতিষ্ঠা নিশ্চিত করবে।