মৃত্যুর আগেই পৈতৃক সম্পত্তির সুরাহা করলেন ধর্মেন্দ্র: আত্মীয়দের দিলেন ৫ কোটির জমি
বলিউডের ‘হি-ম্যান’ খ্যাত কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রর ৪০০ কোটি রুপির বিশাল সম্পত্তির ভবিষ্যৎ নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। দুই স্ত্রী ও ছয় সন্তানের মধ্যে কীভাবে এই বিপুল সম্পদ ভাগ হবে, তা নিয়ে যখন নানা জল্পনা-কল্পনা, ঠিক তখনই সামনে এলো এক নতুন তথ্য। জানা গেছে, মৃত্যুর আগেই নিজের পৈতৃক সম্পত্তির একটি বড় অংশের সুরাহা করে গেছেন এই অভিনেতা।
মিড-ডের প্রতিবেদন অনুযায়ী, সন্তানদের বঞ্চিত না করেই পাঞ্জাবের লুধিয়ানা জেলার নাসরালি গ্রামের পৈতৃক জমিটি তিনি দান করেছেন তার চাচার নাতি-পুতিদের। মূলত গ্রামের আত্মীয়রা যাতে ভবিষ্যতে কোনো আর্থিক সংকটে না পড়েন এবং জমিজমার সঠিক দেখভাল করতে পারেন, সেই ভাবনা থেকেই ধর্মেন্দ্র এই সিদ্ধান্ত নিয়েছেন। দানকৃত এই সম্পত্তির বাজারমূল্য প্রায় পাঁচ কোটি রুপি।
পাঞ্জাবের নাসরালি গ্রামেই ধর্মেন্দ্রর জন্ম। শৈশবের প্রথম তিন বছর কেটেছে পাশের গ্রাম দাঙ্গোতে। সেখানে তার কাঁচা-ইটের পুরনো বাড়িটি আজও সযত্নে রক্ষা করছেন গ্রামের আত্মীয়রা। খ্যাতির শিখরে থেকেও শেকড়কে ভোলেননি তিনি। ২০২৩ সালে এবং সর্বশেষ ২০২৫ সালে গ্রামে গিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে জমি হস্তান্তরের আইনি প্রক্রিয়া সম্পন্ন করেন।
ধর্মেন্দ্রর ভাগ্নে বুটা সিং জানান, ভবিষ্যতে যাতে জমি নিয়ে কোনো বিরোধ না হয়, সেজন্যই অভিনেতা আগেভাগে এই ব্যবস্থা নিয়েছেন। নিজের জন্মভিটার প্রতি অগাধ ভালোবাসা থেকে গ্রামে পা রেখেই তিনি সেখানকার মাটি কপালে ছুঁয়ে নিতেন।




Comments