ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনে বিএনপির দলীয় মনোনয়ন নিয়ে জল্পনা-কল্পনার অবসান হলো। জুলাই গণঅভ্যুত্থানের আলোচিত শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধকে টপকে এই আসনে ধানের শীষের চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন এস এম জাহাঙ্গীর হোসেন।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৩৬টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেন। এই তালিকায় ঢাকা-১৮ আসনের প্রার্থী হিসেবে এস এম জাহাঙ্গীরের নাম ঘোষণা করা হয়।
এর আগে গত ৩ নভেম্বর বিএনপি ২৩৭টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করলেও ঢাকা-১৮ আসনটি ফাঁকা রাখা হয়েছিল। গত ৪ নভেম্বর আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন মীর স্নিগ্ধ। দলে যোগ দেওয়ার পর থেকেই তিনি রাজনীতির মাঠে বেশ সরব ছিলেন এবং প্রচারণায় সক্রিয় অংশগ্রহণ করছিলেন। ফলে রাজনৈতিক মহলে ধারণা তৈরি হয়েছিল যে, শহীদ মুগ্ধের ভাই হিসেবে স্নিগ্ধই হয়তো এই আসনে বিএনপির মনোনয়ন পেতে যাচ্ছেন।
তবে শেষ পর্যন্ত দলের হাইকমান্ড দীর্ঘদিনের পরীক্ষিত নেতা এস এম জাহাঙ্গীর হোসেনের ওপরই আস্থা রেখেছে। ফলে রাজনীতিতে নতুন আসা মীর স্নিগ্ধ আপাতত দলীয় মনোনয়ন থেকে বঞ্চিত হলেন।




Comments