অনিবার্য পরিস্থিতি ছাড়া নির্বাচন প্রক্রিয়ার বাইরে যেতে চাই না : নজরুল ইসলাম খান
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘আমরা নির্বাচনি প্রক্রিয়ায় আছি। আজকেও আরও কিছু প্রার্থীর নাম ঘোষণা করেছি। অনিবার্য কোনো পরিস্থিতি ছাড়া আমরা এই প্রক্রিয়ার বাইরে যেতে চাই না। আমরা চাই যথাসময়ে নির্বাচন হোক।’
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
নজরুল ইসলাম খান বলেন, ‘তফসিল ঘোষণার সময় নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। আমরা বরাবরই দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছি। জনগণ যেন ঠিক করতে পারে রাষ্ট্র কে চালাবে। বিষয়টি বিলম্বিত হোক তা আমরা চাই না।’
বিএনপি চেয়ারপারসনের চিকিৎসার বিষয়ে নজরুল ইসলাম খান বলেন, ‘দেশবাসী আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধা করেন এবং তার রোগমুক্তির জন্য দোয়া করছেন। আমরা তার সুচিকিৎসার জন্য সর্বাত্মক চেষ্টা করছি। আল্লাহর মেহেরবানিতে চিকিৎসার জন্য আগামীকাল (শুক্রবার) ভোরে তিনি দেশের বাইরে যাচ্ছেন। আশা করি, তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।’
সিইসির সঙ্গে আলোচনার বিষয়বস্তু তুলে ধরে তিনি বলেন, ‘ব্যালট পেপার সাধারণত সরকারি প্রিন্টিং প্রেসে ছাপা হয়। তবে এবার বেসরকারি প্রেসে ছাপানোর গুঞ্জন শোনা যাচ্ছিল, যা নিয়ে আমাদের আশঙ্কা ছিল। আমরা কমিশনের কাছে দাবি জানিয়েছি যেন কোনো প্রাইভেট প্রেসে ব্যালট না ছাপা হয়। কমিশন আমাদের নিশ্চিত করেছে যে, সরকারি ব্যবস্থাপনার বাইরে কোনো প্রাইভেট প্রেসে ব্যালট ছাপানো হবে না।’
ভোটারদের ভোগান্তি কমাতে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এবার সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোটের জন্য আরেকটি ব্যালট থাকছে। একটি ব্যালটে ভোট দিতেই যেখানে সময় লাগে, সেখানে দুটি ব্যালটে সময় আরও বেশি লাগবে। এতে অনেক ভোটার ভোটদান থেকে বঞ্চিত হতে পারেন। তাই আমরা কমিশনকে বুথ সংখ্যা, ব্যালট বাক্স এবং গোপন কক্ষ (মার্কিং প্লেস) বাড়ানোর প্রস্তাব দিয়েছি, যাতে সবাই নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।’




Comments