ফরিদপুরের সদরপুর উপজেলার পিঁয়াজখালী বাজার মুন্সীর চর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে প্রায় ১২শত গরীব রোগীদের বিনামূল্যে চক্ষুচিকিৎসা ও চোখে ছানী পরা রোগীদের বাছাই করা হয়েছে।
শুক্রবার সকালে আনোয়ারা হামিদা আই হসপিটালের উদ্যোগে এবং ফরিদপুর-৪ আসনের সতন্ত্র সংসদ সদস্য প্রার্থী স্থপতি মুজাহিদ বেগ এর সার্বিক সহযোগিতায় এই ফ্রি চক্ষু ক্যাম্প আয়োজন করা হয়।
আয়োজকরা জানান, শিশু থেকে বৃদ্ধ বিভিন্ন বয়সী রোগীদের চোখের পরীক্ষা-নিরীক্ষা শেষে বিনামূল্যে চক্ষুচিকিৎসা করা হয়েছে। এছাড়া চোখে ছানী পরা রোগীদের উন্নত চিকিৎসার জন্য বাছাই করা হয়েছে। তাদেরকে বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা করা হবে। পর্যায়ক্রমে জেলার বিভিন্ন উপজেলায় ফ্রি চক্ষু ক্যাম্পের আয়োজন করা হবে।




Comments