Image description

বোলারদের দুর্দান্ত নৈপুণ্যে পাকিস্তানকে অল্প রানে গুটিয়ে দিয়ে দারুণ এক জয় তুলে নিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। শুক্রবার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৩ উইকেটে হারিয়েছে স্বাগতিকরা। এই জয়ের ফলে সিরিজে ১-১ সমতা ফিরল।

টস জিতে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশি বোলারদের তোপের মুখে পড়ে পাকিস্তান। বিশেষ করে পেসার হাবিবা ইসলাম পিংকির আগুনে বোলিংয়ে মাত্র ৮০ রানেই থামে সফরকারীদের ইনিংস। হাবিবা একাই শিকার করেন ৪ উইকেট। এছাড়া জারিন তাসনিম লাবণ্য একটি উইকেট নেন। পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ২৮ রান করেন কোমাল খান। এছাড়া জুফিশান আয়াজ ১৭ ও রাভাইল ফারহান ১৫ রান করেন।

৮১ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশও। দলীয় ৪ রানে প্রথম উইকেট হারানোর পর, ৩৬ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা। তবে এক প্রান্ত আগলে রেখে দলকে জয়ের পথে রাখেন সুবর্ণা। তার ৩৮ বলে খেলা দায়িত্বশীল ৩২ রানের ইনিংসটিই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।

শেষ দিকে স্নায়ুচাপ সামলে সাদিয়া আক্তার টানা দুই বলে দুটি চার হাঁকিয়ে ১ ওভার হাতে রেখেই দলের জয় নিশ্চিত করেন। দুর্দান্ত বোলিংয়ের সুবাদে ম্যাচসেরার পুরস্কার জেতেন হাবিবা ইসলাম পিংকি।