Image description

যশোরের বেনাপোল ঘিবা সীমান্তে অভিযান চালিয়ে ৪১ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে বিজিবি। তবে এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী প্রেস ব্রিফিংয়ে জানান, গোপন সংবাদে জানতে পারেন বেনাপোল ঘীবা সীমান্ত দিয়ে মাদকের একটি চালান দেশে প্রবেশ করছে। এমন খবরের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে ৭নং ঘিবা সীমান্তবর্তী পূর্ব পাড়া একটি কুলবাগান সংলগ্ন মাঠের মধ্যে অবস্থান নেয় বিজিবি।

এসময় চোরাকারবারীদের দেখতে পেয়ে বিজিবি’র টহলদল ধাওয়া দেয়। সেসময় চোরাকারবারীরা মাথার বস্তা ফেলে পালিয়ে যায়। টহলদল উক্ত বস্তাগুলো খুলে পরিমাপ করে ভারতীয়  ৪১ কেজি গাঁজা উদ্ধার হয়। 

বিজিবি জানায়, আটককৃত গাঁজার সিজার মূল্য আনুমানিক ১ লাখ তিতাল্লিশ হাজার টাকা। উদ্ধারকৃত গাঁজা মামলার মাধ্যমে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজিবি অধিনায়ক আরো জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।