Image description

বগুড়া শহরের চক ফরিদ এলাকার একটি ভাড়া বাসা থেকে ফাবিয়া তাসনিম সিধি (২৯) নামের এক কলেজশিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দিবাগত রাত ১২টার দিকে বাসার বাথরুম থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

ফাবিয়া বগুড়ার সরকারি শাহ সুলতান কলেজের প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক ছিলেন। প্রায় দেড় বছর আগে তিনি কলেজটিতে যোগদান করেছিলেন।

বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজার রহমান জানান, ফাবিয়া অবিবাহিত ছিলেন। তিনি শহরের চক ফরিদ এলাকায় ডা. রাশেদুল হাসানের বাড়ির তিনতলায় ভাড়া বাসায় মায়ের সঙ্গে থাকতেন। কয়েকদিন আগে তাঁর মা গ্রামের বাড়ি ময়মনসিংহে যান। বৃহস্পতিবার দুপুর থেকে মেয়েকে ফোনে না পাওয়ায় তাঁর মা চিন্তিত হয়ে রাত ১০টার দিকে বগুড়ায় ফিরে আসেন। অনেক ডাকাডাকি করেও ভেতর থেকে সাড়া না পাওয়ায় তিনি পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে বাথরুমে ফাবিয়ার মরদেহ পড়ে থাকতে দেখে।

তিনি আরও জানান, নিহতের নাক দিয়ে রক্ত ঝরছিল এবং মাথার পেছনে আঘাতের চিহ্ন ছাড়াও জিবে দাঁত দিয়ে কামড় দেয়া ছিল। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহফুজার রহমান বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।