Image description

যশোরের কেশবপুর উপজেলায় যৌথ বাহিনীর গোপন অভিযানে অবৈধ অস্ত্র, গোলাবারুদ, মাদক ও অপরাধে ব্যবহৃত নানা সরঞ্জামসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার ভোররাতে আলতাপোল ও ভোগতি গ্রামে সমন্বিতভাবে পরিচালিত এ বিশেষ অভিযানে অপরাধীদের আস্তানায় যেন মিলেছে একটি ছোটখাটো অস্ত্রাগার ও মাদকের গুদাম। 

অভিযানে গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন; ভোগতি গ্রামের আব্দুল আজিজের ছেলে আলমগীর (৪০), একই গ্রামের জাহাঙ্গীর হোসেন পলাশ (৩৭), মূল গ্রামের মফিজুর রহমানের ছেলে রাসেল (২২) এবং আলতাপোল গ্রামের নজির বিশ্বাসের ছেলে উজ্জ্বল বিশ্বাস (৩৮)। 

আটক পলাশ নিজেকে জুলাইযোদ্ধা ও যুবদল নেতা হিসেবে পরিচয় দিয়ে থাকেন, আর বাকি তিনজনও বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।

গোপন সংবাদে ভিত্তিতে ভোররাতে একযোগে পরিচালিত তল্লাশি অভিযানে উদ্ধার হয় একটি মার্কিন তৈরি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন, দেশীয় দা, রামদা, খুর, চায়নিজ কুড়াল ও চাপাতিসহ ২০টিরও বেশি ধারালো অস্ত্র। পাশাপাশি উদ্ধার করা হয় ৩০ পিস ইয়াবা, এক কেজি গাঁজা ও সেবন সরঞ্জাম, দুটি ইলেকট্রিক শক মেশিন, একটি টাকা গোনার মেশিন, আটটি মোবাইল ফোন এবং বেশ কিছু খালি মদের বোতল। উদ্ধারকৃত এসব অস্ত্র ও যন্ত্রপাতি থেকে আইন-শৃঙ্খলা বাহিনী নিশ্চিত হয়েছে যে আটক ব্যক্তিরা শুধু স্থানীয় অপরাধে নয়, বরং একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে বৃহৎ পরিসরের অবৈধ ব্যবসা ও অপরাধমূলক কার্যকলাপে জড়িত থাকতে পারে।

কেশবপুর থানা পুলিশ জানিয়েছে, অস্ত্র ও মাদক উদ্ধারের ঘটনায় তাদের বিরুদ্ধে পৃথক মামলা হয়েছে। পরে চারজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।