Image description

দেশের রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলোতে উৎপাদিত চিনি বিক্রির স্বার্থে আপাতত বিদেশ থেকে চিনি আমদানি বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।

শনিবার (৬ ডিসেম্বর) বেলা পৌনে ১১টার দিকে নাটোরের উত্তরা গণভবনের উন্নয়নমূলক সংস্কার কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

শিল্প উপদেষ্টা বলেন, ‘আমাদের দেশের চিনিকলগুলোতে উৎপাদিত প্রচুর চিনি জমে আছে। এই চিনিগুলো আগে বিক্রি করতে হবে। তাই আপাতত বিদেশ থেকে চিনি আমদানি বন্ধ রাখা হয়েছে। বর্তমানে টিসিবির মাধ্যমে জমে থাকা চিনিগুলো বিক্রির ব্যবস্থা করা হয়েছে।’

চিনিকলগুলোকে লাভজনক করার বিষয়ে তিনি বলেন, ‘আমাদের দেশের চিনিকলগুলো ব্রিটিশ আমলের তৈরি। সারা দেশের চাহিদার তুলনায় আমাদের নিজস্ব উৎপাদন খুবই নগণ্য। শুধু চিনি উৎপাদন করে লাভ ঘরে তোলা কঠিন। চিনিকলগুলোকে লাভের মুখ দেখাতে হলে চিনি উৎপাদনের পাশাপাশি উপজাত ব্যবহার করে বা বহুমুখী পণ্য উৎপাদন করতে হবে।’

তিনি আরও বলেন, ‘ভর্তুকি দিয়ে দিনের পর দিন লোকসানি প্রতিষ্ঠান চালানো সম্ভব নয়। আমরা চেষ্টা করছি দেশি উদ্যোক্তাদের সম্পৃক্ত করতে। তারা যেন আমাদের সহযোগী হয়ে এগিয়ে আসেন, সে বিষয়ে আলোচনা চলছে। আশা করছি, আমাদের সময়ে বা আগামী সরকারের সময়ে এ নিয়ে ভালো খবর আসবে।’

ঐতিহাসিক উত্তরা গণভবন পরিদর্শন প্রসঙ্গে উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, ‘দীর্ঘদিন এই ভবনটি অবহেলিত ছিল। আমরা এটাকে প্রস্তুত করছি। মন্ত্রিসভার বৈঠক কবে হবে তার তারিখ নির্ধারিত নেই। তবে প্রতিটি সরকারের সময় এখানে সাধারণত এক বা একাধিক সভা হয়। তাই ভবনটিকে সভার উপযোগী করে তৈরি রাখা আমাদের দায়িত্ব।’

পরিদর্শনকালে শিল্প মন্ত্রণালয়ের উপসচিব আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দীন, নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার মুহাম্মদ আব্দুল ওয়াহাবসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।