Image description

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জীবনমুখী গানের কিংবদন্তি শিল্পী নচিকেতা চক্রবর্তী। শনিবার গভীর রাতে বুকে তীব্র অস্বস্তি অনুভব করায় তাঁকে কলকাতার ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার পর তাঁর হৃদযন্ত্রে সমস্যা খুঁজে পান এবং জরুরি ভিত্তিতে দুটি স্টেন্ট বসান।

পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার রাত ২টা নাগাদ ৬১ বছর বয়সী এই গায়ককে হাসপাতালে নিয়ে আসা হয়। বেশ কয়েকদিন ধরেই টানা অনুষ্ঠানের চাপে তিনি শারীরিকভাবে ক্লান্ত ছিলেন। হাসপাতালে ভর্তির পর এনজিওপ্লাস্টি করে তাঁর হৃদযন্ত্রে দুটি স্টেন্ট বসানো হয়। অস্ত্রোপচারের পর বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল এবং তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

হঠাৎ এই অসুস্থতার কারণে শিল্পীর সমস্ত বাদ্যযন্ত্র ও গানের অনুষ্ঠান সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। রবিবার (৭ ডিসেম্বর) আসানসোলে তাঁর একটি কনসার্ট হওয়ার কথা থাকলেও শারীরিক অবস্থার কথা বিবেচনা করে তা বাতিল করা হয়েছে। ঘনিষ্ঠরা জানিয়েছেন, অতিরিক্ত কাজের চাপেই তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন।

উল্লেখ্য, গত দুর্গাপূজার সময় নচিকেতার শারীরিক অবস্থার অবনতি লক্ষ্য করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। একটি অনুষ্ঠানে শিল্পীর শীর্ণকায় চেহারা দেখে তিনি উদ্বেগ প্রকাশ করেছিলেন এবং তাঁকে খাওয়া-দাওয়া ও শরীরের প্রতি যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছিলেন। আপাতত প্রিয় শিল্পীর দ্রুত আরোগ্য কামনায় প্রার্থনা করছেন তাঁর অগণিত ভক্ত ও শুভানুধ্যায়ীরা।