বিজয়ের মাস ডিসেম্বরের শুরুতেই প্রবাসী আয়ে বড় উল্লম্ফন দেখা গেছে। মাসের প্রথম ৬ দিনেই দেশে এসেছে ৬৩ কোটি ২০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা ধরে) যার পরিমাণ প্রায় ৭ হাজার ৭১০ কোটি টাকা।
রোববার প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, আগের বছরের একই সময়ের তুলনায় এবার রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। গত বছরের ডিসেম্বরের প্রথম ৬ দিনে এসেছিল ৫৯ কোটি ৪০ লাখ ডলার। অর্থাৎ, গত বছরের তুলনায় এবার প্রায় ৩ কোটি ৮০ লাখ ডলার বেশি এসেছে।
চলতি ২০২৫-২৬ অর্থবছরের শুরু থেকেই রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা লক্ষ্য করা যাচ্ছে। ১ জুলাই থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ৩৬৭ কোটি ১০ লাখ ডলার, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১৬.৫ শতাংশ বেশি। গত অর্থবছরের এই সময়ে রেমিট্যান্স এসেছিল ১ হাজার ১৭৩ কোটি ২০ লাখ ডলার।
ব্যাংকিং চ্যানেলে প্রণোদনা এবং হুন্ডি প্রতিরোধে কড়াকড়ির কারণে বৈধ পথে রেমিট্যান্স বাড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। উল্লেখ্য, সদ্য বিদায়ী নভেম্বর মাসেও রেমিট্যান্স এসেছিল প্রায় ২৮৯ কোটি ডলার।




Comments